আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বি সি এস এর মডেল টেস্ট-২

দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,

প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের মডেল টেস্ট দেওয়া হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল। ১. ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি? ক. অগ্রপথিক খ. প্রলয়োল্লাস গ. বিদ্রোহী ঘ. ধূমকেতু ২. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কর। ক. রত্ন+কর খ. রত্না+কর গ. রত্না+আকর ঘ. রত্ন+আকর ৩. কোনটিতে বিদেশি উপসর্গ ব্যবহূত হয়েছে? ক. আনমা খ. নিমরাজি গ. অবহেলা ঘ. নিখুঁত ৪. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথের— ক. কবিতার নাম খ. গল্পের নাম গ. নাটকের নাম ঘ. উপন্যাসের নাম ৫. কোন বানানটি শুদ্ধ? ক. মুমুর্ষূ খ. মুমূর্ষু গ. মুমূর্ষূ ঘ. মূমুর্ষ ৬. ‘চা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ক. চীনা খ. হিন্দি গ. সংস্কৃত ঘ. তামিল ৭. মধুসূদন রচিত ‘বীরাঙ্গনা’— ক. পাত্র কাব্য খ. মহাকাব্য গ. গল্প ঘ. গীতিকাব্য ৮. ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত— ক. সমাজপতি খ. রাজনীতিবিদ গ. ভাষাতত্ত্ববিদ ঘ. বিজ্ঞানী ৯. শুদ্ধ বাক্য কোনটি? ক. দুর্বলবশত: অনাথিনী বসে পড়ল খ. দুর্বলতাবশত: অনাথিনী বসে পড়ল গ. দুর্বলতাবশত: অনাথা বসে পড়ল ঘ. দুর্বলবশত: অনাথা বসে পড়ল ১০. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা কে? ক. মো. আব্দুল হাই খ. মওলানা আকরাম খাঁ গ. শওকত ওসমান ঘ. জসিমউদ্দীন ১১. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে— ক. পদ খ. শব্দ গ. কারক ঘ. সন্ধি ১২. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা কে? ক. শরৎচন্দ্র খ. রবীন্দ্রনাথ গ. তারাশংকর ঘ. বঙ্কিম চন্দ্র ১৩. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? ক. দৌলত কাজী খ. আব্দুল হাকিম গ. সৈয়দ হামজা ঘ. ভারতচন্দ্র ১৪. ‘সূর্য’-এর প্রতিশব্দ কোনটি? ক. আদিত্য খ. শশাংক গ. চন্দ্র ঘ. সুধাংশু ১৫. সমাস ভাষাকে— ক. বিস্তৃত করে খ. অর্থবোধক করে গ. সংক্ষেপ করে ঘ. কিছুই করে না ১৬. কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সহজেই করে? ক. নরম নরম হাত খ. উড়ু উড়ু মন গ. ছিঃ ছিঃ কী করছ? ঘ. পাকা পাকা আম ১৭. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহূত হয়েছে? ক. তিনিই সমাজের মাথা খ. মাথা খাটিয়ে কাজ করবে গ. লজ্জায় মাথা কাটা গেল ঘ. মাথা নেই তার মাথাব্যথা ১৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটির রচয়িতা কে? ক. কাজী নজরুল ইসলাম খ. আলতাফ মাহমুদ গ. হাসান হাফিজুর রহমান ঘ. আব্দুল গাফ্ফার চৌধুরী ১৯. কোন প্রবচন বাক্যটি ব্যবহারিক দিক থেকে সঠিক? ক. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট খ. নাচতে না জানলে উঠান ভাঙা গ. যত গর্জে তত বর্ষে না ঘ. যেখানে বাঘের ভয় সেখানে বিপদ হয় ২০. ‘বৈরাগ্য সাধনে—সে আমার নয়।’ শূন্যস্থান পূরণ করো। ক. আশ্বাস খ. বিশ্বাস গ. মুক্তি ঘ. আনন্দ। মডেল টেস্ট ১-এর সঠিক উত্তর: ১. ক ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ, ৬. ঘ ৭. ক ৮. ক ৯. ক ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. খ ১৬. ক ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. ক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.