আমাদের কথা খুঁজে নিন

   

মহাখালীতে শিবিরের মিছিল, আটক ২

রোববার সকালে মহাখালী রেলক্রসিং এলাকায় এ ঘটনার পর দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  জামায়াত-শিবিরের ২০-২৫ কর্মী বনানী থানাধীন আমতলী এলাকা থেকে মিছিল করে রেলক্রসিং পার হয়ে তেজগাঁওয়ের দিকে যাওয়ার সময় পাঁচটি ককটেল নিক্ষেপ করে।
এ সময় তারা যানবাহন ভাংচুরের চেষ্টা করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। 
পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় দুই জনকে আটক করা হয় বলে বিপ্লব কুমার জানান।
ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.