সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আব্দুর রহমানের (৪২) বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়।
বনানী থানার উপ পরিদর্শক শফিউল আজম বলেন, কাগজবাহী ট্রাকটি টঙ্গী থেকে রাজধানীর নয়াবাজার যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে।
“ভোরে মহাখালী ফ্লাইওভারের পাশে সেতু ভবনের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে উল্টে যায়। এ ঘটনায় পাঁচ ট্রাকশ্রমিক আহত হন।”
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রাস্তার মাঝে পড়ে থাকায় সকালের দিকে যান চলাচলে বিঘ্ন ঘটে। ফলে মহাখালী ফ্লাইওভারে যানজটের সৃষ্টি হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।