রাজধানীর মহাখালী এলাকায় আজ বৃহস্পতিবার সকালে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কাছের একটি গলি থেকে শিবিরের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। প্রধান সড়কে এসে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান তাঁরা।
এ ছাড়া কয়েকটি গাড়ির কাচও ভাঙচুর করেন শিবিরের কর্মীরা। পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে আনিসুর ও শাহ পরান নামে শিবিরের দুই কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। তাঁদের বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুত্ফুল কবীর জানিয়েছেন, আটক দুজন ছাত্রশিবিরের কর্মী-সমর্থক।
তাঁদের মুঠোফোনে থাকা খুদেবার্তায় নাশকতার নির্দেশনামূলক বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।