আমাদের কথা খুঁজে নিন

   

আবেগীয় অঙ্গসংস্থান

এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ

আমি রুপকথায় ভুলিনি ভুলেছি তোমার রহস্যে, হতে চেয়েছিলাম দৈত্য হয়ে উঠলাম তৃতীয় শিম্পাঞ্জি। চেয়েছিলাম শুধুই মস্তিষ্ক তুমি হাতে ধরিয়ে দিলে পাকস্থলি। চোখ চেয়েছিলাম বিমোহিত হবো বলে ঠোঁটের কোনে নোনতা স্বাদ চাইনি, জল থাকবে জলাশয়ে,হ্রদে,সমুদ্রে কিংবা পরমানন্দে ভেসে বেড়াবে আকাশে, আমার চোখ কেন বইবে গ্যালন ,গ্যালন জলের ভার। হৃদপিন্ড বইবে রক্তের ভার, সে কেন পুড়বে নীল অর্কিডের ধূসর হবার জ্বালায়। মুখ থাকবে পাকস্থলিকে নিয়ে ব্যাস্ত, সে কেন বলবে ক্রোধ কিংবা ঘৃনার কথা কেনই বা বলবে ভালোবাসি। পা দাঁড়াবে লোকালয়ে অথবা নির্জনতায় ইচ্ছে করলেই দাঁড়িয়ে পড়বে পাহাড় চূঁড়ায়, সে কেন সইবে নির্বোধ সব কষ্টের ভার। দৈবক্রমে এ আবির্ভাব যদি অর্থহীন হয়, তবে কি অর্থ আছে এই ভালোলাগার কিইবা অর্থ থাকতে পারে চাঁদ মাড়িয়ে সূর্য ছোয়ার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।