What to be a good friend
আমি তখন ক্লাস ফাইভ এ পরি। আমাদের বিন্ডিং এর ৫ তালায় থাকে ক্লাস ফোর এর পড়ুয়া মেয়ে তানিয়া। খুব ভালবেসে জীবনের প্রথম প্রেম পত্র দেই। কিন্তু পোড়া কমডাল আমার কোন উত্তরা পেলাম না। আমার নাকি বয়স হয়নি।
আর এখন বয়স, টাকা ও খ্যাতি সব সবই আছে নেই শুধু প্রথম ভাল লাগা তানিয়া। সত্যি তানিয়া তোমাকে ভালবাসি।
স্কুল, কালেজ, বিশ্ববিদ্যালয়, অফিস যেখানে পারি তোমার নাম লিখি। তাবে পুরোটা না প্রথম অক্ষর T । আর কিছু না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।