সৎ ভাবে উপার্জিত এক টাকা অসৎ ভাবে উপার্জিত কোটি টাকার চাইতেও অনেক মূল্যমান
মোমবাতি যা কিনা আজ আমাদের নিত্য দিনের সঙ্গী, বিদ্যুৎ এর যা অবস্থা ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টাই থাকেনা। আমাদের কে নির্বর করতে হয় মোমবাতি, কেরশিনের কুপিবাতির আলোর উপর। কুপিবাতির চাইতে মোমবাতির চাহিদা এবং মর্যাদা দুটুই বেশি, আর এই কারনে অনেক বেকার তাদের বেকার জীবন গোছিয়ে ফেলেছে শুধু মোমবাতি বিক্রী করে। আপনি যদি মোমবাতির ব্যবসা করতে চান তাহলে বিনামূল্যে প্রশিক্ষন পাবেন যেখান থেকে মেশিন কিনবেন সেই প্রতিষ্ঠান থেকে। মোমবাতি তৈরী করে কোন কঠিন কাজ নয়।
আপনি যদি পূর্বে মোমবাতি নাও দেখেথাকেন তবু মাত্র এক ঘন্টায় হয়ে যাবেন একজন দক্ষ মোমতৈরীর কারিগর। ছোট্ট একটা ঘড়ের মধ্যে ইচ্ছা করলে একাই ঘরে তুলতে পারেন একটা মোমবাতি তৈরী কারখানা। সেই সাথে ঘুচেযাবে আপনার বেকার জীবন ইচ্ছা এবং চরম অধ্যবশাই হলে পারবেন আরোকিছু বেকার জীবনের অবসান করতে। আপনাকে মনে রাহতে হবে যেকোন ব্যবসা ই মার্কেটিং সবচেয়ে গুরুত্ব পূর্ণ। তাই মোমবাতি তৈরীর সাথে সাথে আপনাকে বাজার জাত করার চিন্তা রাখতে হবে।
২৫০০০/৩০০০০ ( পচিঁশ থেকে ত্রিশ হাজার) টাকায় শরু করতে পারেন আপনার ব্যবসা। তবে আপনার পুজি নির্বর করবে সম্পূর্ণ আপনার উপর। যত বড় ফ্যাক্টরী করবেন তত বেশি টাকার প্রয়োজন।
তবে একেবারে নতুন হলে অল্পথেকেই শুরু করা অনেক ভাল।
আজকে হাতে সময় একেবারে কম অন্য একদিন মোমবাতির ফ্যাক্টরী তৈরীর খরচ পাতি সহ সমপূর্ণ বিবরণ বিস্তারিত লিখব।
আশা করি আপনাদের সহযোগিতা পাব
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।