আমাদের কথা খুঁজে নিন

   

মোমবাতির আলোয় আলোকিত হউক ডিজিটাল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! মোমবাতির আলোয় আলোকিত হউক ডিজিটাল বাংলাদেশ জুন মাসের ইলেকট্রিক বিল হাতে পাইয়া হতবাক হইয়া গেলাম। গত মাসের জাস্ট ডাবল। কি ব্যাপার? এমন কেন হইল? হ্যাঁ জুন মাসে প্রচন্ড গরম ছিল, বিদ্যুত খরচ কিছুটা বেশী হইয়াছে বৈকি, ইহা আমি নিজেও অনুভব করিতেছিলাম। তাই বলিয়া একেবারে ডাবল!! হিসাব কষিতে বসিলাম। যা ভাবিয়াছিলাম তাই।

বিদ্যুৎ বিল বাড়িয়াছে। এমনভাবে বাড়িয়াছে যে আমার মাসিক বিল ডাবল হইয়া গেল। এখন কি করনীয়? ইলেকট্রিক বাতি চলিবে না, ইহা বিলাসিতা। কুটি কালে কিতাবে পড়িয়াছি, দরিদ্রের পক্ষে বিলাসিতা এক ভীষণ রোগ। ইলেকট্রিক বাতির বিলাসিতা বাদ দিয়া, মোমবাতি প্রজ্বলিত করিয়া, ইহার আলোয় আলোকিত হইতে হইবে।

শুধু কি বিদ্যুত? আরো বহু কিছুর মূল্যই ডাবল হইয়াছে। চীনাবাদাম খাইতে পছন্দ করি, আগে ১০০ গ্রামের মূল্য ছিল ১০ টাকা, এখন ২০ টাকা। জুতা পালিশ করিতে লাগিত ১০ টাকা, এখন ১৫ হইতে ২০ টাকা। রিক্‌সা ভাড়ার মিনিমাম ৫ টাকা হইতে ১০ টাকা হইয়াছে। চুল কাটিতে লাগিত ২০ টাকা, এখন ৪০ টাকা।

একটি সরকারী অফিসে গেলাম, সরকারী ফী দুই হাজার টাকা হইতে চার হাজার টাকায় উন্নিত হইয়াছে। এমন আরো অনেক কিছু। স্ত্রী বলিলেন বাজার খরচ, আগের চাইতে বেশী দিতে হইবে। কতটুকু বেশী? প্রায় ডাব্‌ল। এখন আমার প্রশ্ন হইল, এই যে, আমার বেতন কি ডাবল হইয়াছে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।