অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন গতকাল রাতে একুশের প্রথম প্রহরে মোমবাতির হালকা আলোয় ছেয়ে গিয়েছিল প্রিয় ক্যাম্পাস । মোমবাতি দিয়েই লেখা হয়েছিল ২১ । সব আলোকে ছাপিয়ে সেই ২১ ই জ্বলজ্বল করছিল ।
তখন গর্বে ভরে উঠেছিল । কারণ ২১ লেখার আইডিয়াটি বের হয়েছিল আমার মাথা থেকে । শাবিপ্রবির বিএনসিসি ক্যাডেটদের সাথে নিয়ে শহীদ মিনারের ১০৮ টি সিঁড়িতে মোমবাতি প্রজ্বলনের কাজটি করেছি আমি । আর এই প্রথমবারের মতো বিএনসিসির শাবিপ্রবি প্লাটুন পেয়েছিল শহীদ মিনারে শৃঙ্খলা ও আলোকসজ্বার দায়িত্ব । মনে হয় আমরা ভালোভাবেই সেই দায়িত্ব পালন করেছি ।
এর পর শহীদ মিনারে বিএনসিসির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ একুশের প্রথম প্রহর । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।