আমাদের কথা খুঁজে নিন

   

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সাগর উত্তাল১১৭টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নোয়াখালীতে ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় প্রস্তুতি, নৌ চলাচল বন্ধ, কর্মকর্তাদের ছুটি বাতিল

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে বঙ্গপোসাগর উত্তাল থাকায় নোয়াখালী উপকূলে ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। বেড়ির বাইরে এবং নদীর তীরবর্তী বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র এবং উপকূলীয় এলাকার জনগণকে দ্রুত সরিয়ে আনতে নৌযান প্রস্তুত রাখা হয়েছে। প্রচার করা হয়েছে সতর্ক বার্তা। একই সাথে গতকাল সোমবার সকল মাছ ধরার ও যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ ছিলো।

বন্ধ রয়েছে হাতিয়া রুটে চলাচলকারী দুটি সী-ট্রাক। প্রশাসনের এই প্রস্তুতির মধ্যেও জেলার সর্ব দেিণর নিঝুম দ্বীপসহ বিচ্ছিন্ন চরের বাসিন্দারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। সূত্রে জানা যায়, গত দু’দিন আগ থেকেই ঘুর্নিঝড় মহাসেন উপকূলে আঘাত হানছে এমন খবরে রোবাবার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ঘূর্ণিঝড় মহাসেনের সম্ভাব্য য়তি মোকাবেলার জন্য একটি আলোচনা সভার আয়োজন করে এবং এতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়। সভায় দুর্যোগ পূর্ববর্তী সতর্কীকরণ প্রচার, শিশু ও বয়স্কদের ঘূর্ণিঝড়ের পূর্বেই আশ্রয়ন কেন্দ্রে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, শুকনো খাবার মজুদ রাখাসহ ১৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নির্বাহী অফিসার মহিদুর রহমান জানান, নিঝুম দ্বীপসহ উপজেলার সর্বত্র ৪নং সতর্কতা সংকেতের বার্তা প্রচারে মাইকিং অব্যাহত রয়েছে।

এছাড়া সাগর সংলগ্ন নদী পথে নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলার ১১৭টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, সব উপজেলায় বিশেষত উপকূলীয় হাতিয়ায় ,সুবর্নচর কোম্পানীগঞ্জ ও কবিরহাট, প্রয়োজনী শুকনো খাবার মজুদ রয়েছে। সবক’টি ঘূণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে একই সাথে উদ্ধার কাজের জন্য যানবাহন ও নৌযান প্রস্তুতি রাখা হয়েছে। জেলা রেডক্রিসেন্টের ইউনিট কর্মকর্তা সৈয়দ আফরিদুল ইসলাম জানান, যুব রেডক্রিসেন্ট সদস্যদের নিয়ে উদ্ধার প্রকৃয়ার জন্য প্রস্তুতি সভা করা হয়েছে।

এছাড়া সকল স্বেচ্ছাসেবকদেরকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া রেডক্রিসেন্টের মাটির কিল্লা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলোতেও প্রস্তুতি রয়েছে। # ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.