আমাদের কথা খুঁজে নিন

   

ঘূর্ণিঝড় স্যান্ডি

কিছুটা পাগলামো ছাড়া বড় কোন প্রতিভাবানের দেখা মেলে না_ অ্যারিষ্টটল সকালবেলা ঘুম থেকে উঠে টিভি তে খবর দেখা রাতুল এর অনেক দিনের অভ্যাস। আজ সকালে ঘুম থেকে উঠে নামাজ এর পর টিভি অন করলো। গতকালের মতো আজও খবরে ঘূর্ণিঝড় স্যান্ডি নিয়ে দেখানো হচ্ছে। ঘূর্ণিঝড় নিউইয়র্ক এর অনেক ক্ষতি করেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমেরিকার অনেক অর্থ এবং সময় লাগবে।

কিছুক্ষণ পর রাতুল এর বাবা তার বস কে নিয়ে তাদের বাসায় আসলেন। বাবা বললেন রাস্তায় হুট করে স্যার এর সাথে দেখা হয়ে গেলো। একরকম বেঁধে নিয়ে আসতে হল। রাতুল তার বাবার বস কে একেবারেই দেখতে পারে না। লোকটার স্বভাব হল সবাইকে জ্ঞান দিয়ে বেড়ানো।

আজ ও টিভি তে স্যান্ডি নিয়ে খবর দেখে তিনি বলা শুরু করলেন এই সব হচ্ছে আল্লার গজব। আমেরিকা সারা পৃথিবীতে মুসলমানদের উপর যে অত্যাচার করছে এর ফলশ্রুতিতে আমেরিকার উপর এই দুর্যোগ নেমে এসেছে। তিনি হাসি মুখে নাস্তা করতে করতে খবর দেখে গেলেন। কিছুক্ষণ পর বিদায় নিয়ে চলে গেলেন। রাতুল তাকে অনেক কিছুই বলতে পারতো, নিউইয়র্ক এ কয়েক লক্ষ বাঙালির বর্তমান অবস্থা কিংবা ঘূর্ণিঝড় আমেরিকার মুসলমান, খ্রিস্টান সবারই ক্ষতি করেছে।

সে বলতে পারতো আমেরিকার সাধারন মানুষ তো আর আফগানিস্তান কিংবা ইরাক আক্রমন করেনি, করেছে একটি প্রশাসন, আপনি সব মানুষ কে ঘৃণা না করে ঐ বুশ বা ওবামা প্রশাসন কে ঘৃণা করলেই তো পারেন। কিন্তু রাতুল কিছুই বলল না, তিনি যাওয়ার পর রাগে টিভির রিমোট আছাড় মেরে ভেঙে ফেললো। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.