আমাদের কথা খুঁজে নিন

   

মুজিব থেকে জিয়া অতঃপর আজকের বাংলাদেশ!!!!! দেশপ্রেমিকের ইউটোপিয়া!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না....

একটা দল চাই- একদল দেশপ্রিমকে পরিপূর্ণ । যারা মুছে দেবে সকল বিভাজন। শুধু দেশ, দেশ মাতৃকা আর জনতার প্রতি যাদের সকল দায়বদ্ধতা। । যারা হাজার বছরের ইতিহাসকে শ্রদ্ধায় পক্ষপাতহীন তুলে আনবে হৃদয়ে- হৃদয়ে- শক্তি, চেতনা আর আত্ম পরিচয়ের বীজ হিসেবে।

সেই পুন্ড্র, রাঢ় সমতট থেকে বখতিয়ার খিলজি হয়ে সিরাজের বাংলার পথ ধরে তিতুমির, মজনু শাহ, সূর্যসেন.. সরোয়ার্দি,শেরে বাংলা, ভাসানি, যারা জাতির পিতাকে জাতির পিতা বলবে অবলীলায়! বুক ফলিয়ে, গর্বে, দৃঢ় উচ্চারনে। আবার নিঃসংকোচে আলোচনা করবে তার প্রশাসনিক শাসনতান্ত্রিক ভুলচুক। তাবেদার চাটুকারের চাটামিতে, দেশীয় আন্র্তজাতিক ষড়যন্ত্রে -দেশ পরিচালনায় ব্যর্থতাকে আড়াল করতে মিথ্যার প্রয়োজন বোধ করবেনা। কারণ দোষে গুনেই মানুষ। ।

জাতির পিতার তিরোধানে সুবিধাবাদী দলীয়দের আড়াল করতে কোন মিথ্যার দেয়াল প্রয়োজন নেই; সত্য স্বীকার না করলেই তা মিথ্যা হয়ে যায় না্। সেই দুর্যোগের পক্ষপাতহীন সত্যকে তুলে আনবে জাতির অগ্রগতির স্বার্থে, নির্মোহ, খাদহীন সত্য। ৭১এ জিয়াউর রহমানের সেই সাহসী সিদ্ধান্ত কোন চাটারের চাটামিতে মিথ্যা হবেনা, তাকে তাঁর স্থানে রাখবে, দাড়ি, কমা কিংবা কথ্য প‌্যাচের ফুলঝুড়িতে নয় সাবলিল, যেমন ছিল কালুর ঘাটের ঘোষনা সময়ের প্রয়োজনে বুলন্দ, বজ্রকঠিন সাহসের আশ্বাস ৭ কোটি জনতার । আবার তাঁর ভুলকেও অবলীলায় স্বীকারে মাহাত্ব কমেনা, বরং বাড়ে। অন্ধ আনুগত্যের চেয়ে চাই বিদ্রোহী বন্ধু।

চাই ভবিষ্যতের স্বপ্ন দেখা নেতা শুধু কথার কচকচানিতে নয়- বাস্তবের ভিটিতে দাড়িয়ে দূর স্বপ্নকে সত্য আর কর্মযোগে সত্যে পরিণত করবে- বাংলার মাহাথির হয়ে। বন্ধুত্বের আড়ালে শোষনকে যে শোষন বলতে পারে কৃতজ্ঞতার নামে যে মাথা নত না করে শত্রুর রক্থচক্ষুর সামনে যে ড্রাগন চোখ করে তাকায় স্বার্থ লোভ মোহ হীন- আত্ম পরিচয়ে উজ্জীবিত... আমাদের কি নেই? আছে ৩২ কোটি হাত। আছে প্রকৃতির অফুরন্ত ভান্ডার আছে অঢেল খনিজ, আছে দিগন্তহীন বঙ্গোপসাগর..... আর কি চাই? শুধু চাই দেশপ্রমিক, দেশদরদি নেতা। আমরা এগিয়ে যাব মিলেনিয়ামের পথে- আমাদের গর্বিত সত্য ইতিহাস নিয়ে আমাদের মেধা মনন আর প্রেম বিশ্বখ্যাত। সাফল্যতো আমাদেরই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.