ভাল আছি
আলগা করগো খোঁপার বাধন দিল ওহি মেরা ফাস গেয়ি
বিনোদ বেণীর জরিন ফিতায় আন্ধা ইশ্ক মেরা বাসগেয়ি। ।
প্রেমে পড়ার অনেক রকম বর্ণনা শুনেছি কিন্তু এমন বর্ণনা হয়ত কেবল কাজী নজরুল ইসলামই দিতে পারেন। ঠিক এমনই বিভিন্ন বিষয় ভিত্তিক আরো কিছু গান নিয়েই আজকের এই লিখা।
প্রিয়ার রূপের বন্দণায় কবি লিখেছেন:
আধখানা চাঁদ হাসিছে আকাশে আধখানা নিচে
প্রিয়া তব মুখে চমকিছে।
।
প্রিয়র প্রতীক্ষায় :
প্রিয় এমন রাত যেন যায়না বৃথায়
পরি চাপা রংয়ের শাড়ি খয়েরি টিপ
জাগি বাতায়নে জ্বালি আঁখি প্রদীপ
মালা চন্দন দিয়ে মন থালা সাজায়। ।
এমনই আরেকটি গান:
সই ভালো করে বিনোদবেণী বাঁধিয়া দে
মোর বঁধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে। ।
বিচ্ছেদেও তুলনা নেই নজরুল ইসলামের:
আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে
আমি বাতাস হইয়া জড়াইব কেশ বাণী যাবে যবে খুলিতে। ।
বেতার নিয়ে লিখা একটি গান:
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো,আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও
প্রিয় কুড়িয়ে তুমি নিও। ।
একবার বন্ধুদের সাথে আড্ডায় সবাই বলছিলেন কে কিভাবে তার প্রিয়তমাকে সাজাবে, এরই মাঝে নজরুল একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন এরকম হলে কেমন হয় দেখত:
মোর প্রিয়া হবে এসো রানী
দেবো খোপায় তারার ফুল।
....
জোছনার সাথে চন্দন মেখে পড়াবো তোমার গায়
রংধনু থেকে সাত রং এনে আলতা পড়াব পায়।
একদিন হঠাৎ পথচলতে পাশে দেখলাম ছোট্ট একটা ঘুর্ণি বাতাস, ঝরা পাতাগুলো বাতাসের সাথে সাথে বৃত্তাকারে ঘুরছে,আর আমার মনে পড়ে গেলো:
শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘুর্ণিবায়
জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে সে যায়। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।