বলগের বেবাক রে আমার সালাম অনেক দিন পর একটা কথা মনে পরল আর হাসি থামাই তে পারি নাই....তাই আপনে গো লগে শেয়ার করবার আইসি...কেউ আবার ভুলে মাইন্ড খাইয়েন না... আমরা তখন ইসকুলে পরি...বয়স তখন গরম শব্দ শিখার....কেলাস নাইনে মনে অয়। বেবাকের মত আমগো ও একখান পিবারিট মাস্টার আসিল একদিন বেয়াইন বেলা পরতে গেলাম স্যার এর কাছে....যথারীতি পড়া লেখা আরম্ভ... কিছুক্ষণ যাইবার পর হঠাৎ আমগো এক বন্ধু আরেকডারে কইতাসে যে তুই স্যার রে জিগা যে ব্রেস্ট অর্থ কিতা..... অয় কিছুক্ষণ ইতস্তত বোধ করল...অনেক্ষন উৎসাহ দিলাম...আমরা জানি .অয় এইডার অর্থ জানে না....মাগার মনে হইল কইব না... ভুডুশ কইরা জিগাইয়া বইল.... স্যার ব্রেস্ট অর্থ কী....???? স্যার বেচারা পুরা ভুদাই হইয়া গেল....এই দিক দিয়া তো পোলাপাইন হাসতে হাসতে মুইতা দেওনের অবস্থা..... স্যার একটু দম নিয়া কইল...বুক আর কি..!!!! ঐ বলদা আবার কইল স্যার বুক ইংরেজী হইল চেস্ট তাইলে ব্রেস্ট মানে কী...?? স্যার কইল বুকের আলগা মাংস.... ভুদাই গাজী আবার কইল স্যার বুকের আবার আলগা মাংস কইত্তে আইল... আমরা কইলাম স্যার অরে আমরা বুঝাইয়া কমুনে..এই কথা কইয়া হুর হুর কইরা বাইর হইয়া গেলাম... সেই সময় গুলান রে খুব মিস করতাসি....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।