আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোনের আলগা বাঁধন

জ্বলে-পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়

আমার বাসার বৃদ্ধ কেয়ারটেকার মানুষটি খুবই সহজ-সরল। একেবারে অঁজ পাড়া-গাঁ থেকে এসেছেন। গতকাল (২৩-০৭-১০) সন্ধ্যাবেলাতে উনি মিরপুর-১ গ্রামীনফোন সেন্টার থেকে হ্যান্ডসেট এবং সিমকার্ড সহ একটি বাঁধন সংযোগ কিনেছেন। রাতে সেটি নিয়ে মহাউৎসাহে আমার কাছে এসেছিলেন ব্যবহারবিধি সম্পর্কে ধারণা নিতে। পরদিন মানে আজ সকালে আবার এলেন মুখ অন্ধকার করে।

কি ব্যাপার? উনার নতুন সেটটিতে ডিসপ্লে আসে না। তাকে পরামর্শ দিলাম জিপি'র সাথে যোগাযোগ করতে। উনি মিরপুর-১ গ্রামীনফোন সেন্টারে গিয়েছিলেন। তারা অপারগতা প্রকাশ করে তাকে পাঠিয়েছেন কাঁটাবনে তাদেরই কোন একটি অফিসে। সেখানে যাওয়ার পর তারা উত্তর দিয়েছেন এই মুহুর্তে তারা কিছু করতে পারছেন না।

পরে যেন উনি যোগাযোগ করেন। এই হ্যান্ডসেটটি উনি ১ ঘন্টাও ব্যবহার করতে পারেননি। এটির ১ বছর ওয়্যারেন্টীও রয়েছে। কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন। চোখে মুখে রাজ্যের বিষাদ।

সেই বিষাদের আড়ালে গ্রামীনফোনের প্রতি একরাশ ঘৃণাও কি উঁকি মারছে ?? উনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন আর কথা না বাড়িয়ে। আমি অচেনা কোন হেশজেদালের উদ্দেশ্যে অনুচ্চারিত কন্ঠে বললাম "ছিঃ"। বিঃদ্রঃ - গোলাম আজম-নিজামী-মুজাহিদকে যে সমস্ত ব্লগার দেশের শ্রেষ্ঠ সন্তান বলে মনে করেন তারা আমার পোষ্টে কমেন্ট করবেন না প্লিজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.