প্রিন্সেস ডায়ানা ১৬ বছর আগে প্যারিসে সড়ক দুর্ঘটনায় মারা গেলেও এ ব্যাপারে গোপন সূত্র থেকে পাওয়া নতুন তথ্য খতিয়ে দেখছে দেশটির পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটির দাবি, সড়ক দুর্ঘটনা নয়, ডায়ানা, তার বন্ধু দোদি ফায়েদ ও তাদের ড্রাইভার হেনরি পল হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর এর পেছনে একজন ব্রিটিশ সেনা অফিসার দায়ী।
সংবাদ মাধ্যম দ্য সানডে পিপল জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র একজন ব্রিটিশ সেনাকে অভিযুক্ত করে সাত পৃষ্ঠার একটি চিঠি লিখেছে যেখানে ডায়ানা ও তার বন্ধুর মৃত্যুর পেছনে রাজকীয় ব্রিটিশ বিশেষ বিমান বাহিনীর সম্পৃক্ততার কথা উল্লেখ রয়েছে।
এছাড়া ব্রিটিশ সেনা সদস্যের হাতে ডায়ানা, দোদি ও তাদের গাড়ির ড্রাইভার নিহত হয়েছিলেন বলে একটি তথ্য তাদের কাছে এসেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ চ্যানেল স্কাই টিভি।
এ তথ্যের ব্যাপারে আপাতত মুখ না খুললেও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেট্রোপলিটন পুলিশ তথ্যটি খতিয়ে দেখছে।
এদিকে, নতুন তথ্যের ‘গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা’ যাচাই করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে লন্ডন মেট্রোপোলিটন পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।