রোববার দুপুরে ঝালকাঠীর মুখ্য বিচারিক হাকিম শহিদুল ইসলাম দুই মামলায় এদের তিনদিন করে ছয়দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন।
এছাড়া একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার ঝালকাঠীর একটি কওমী মাদ্রাসা থেকে প্রশিক্ষণরত অবস্থায় নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ওখান থেকে গ্রেনেড ও অস্ত্র উদ্ধার করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ডের আবেদন করা হয়।
শুনানি শেষে হাকিম আটজনকে তিনদিন করে ছয়দিন রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া হাবিবুল্লাহ নামে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গত ১৪ অগাস্ট রাত ১০টার দিকে ঝালকাঠীর নলছিটি উপজেলার
কামদেবপুর কওমী মাদ্রাসা থেকে একটি তাজা গ্রেনেড, দেশি অস্ত্র এবং জিহাদি বইসহ প্রশিক্ষণরত অবস্থায় নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।
১৫ অগাস্ট নালছিটি থানা পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।