আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠীতে ভারি বৃষ্টিসহ ঝড়ো হাওয়া

বৃহস্পতিবার সকালে থেকে পুরো জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়া ভোর থেকেই বিভিন্ন নদীর পানি ক্রমশ বেড়ে চলেছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় নদীপাড়ের বহু মানুষ ঘরে আটকা পড়েছে।
বাতাসের তোড়ে বিভিন্ন এলাকায় শতাধিক বাড়িঘর, গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে।
সবচেয়ে আতংকের মধ্যে রয়েছে জেলা শহরের সুগন্ধা তীরবর্তী লোকজন।

এ নদীর তীরবর্তী চরে কয়েক হাজার মানুষ বসবাস করে। তাদের অনেকেই বুধবার রাতেই শহরের বিভিন্ন পাকা ভবনে আশ্রয় নিয়েছে।
অপরদিকে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলায় বিষখালী নদী তীরবর্তী কয়েকহাজার মানুষ ঠাঁসাঠাঁসি করে স্থানীয় স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে।
ঝালকাঠীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। নদী নিকবর্তী প্রায় দুই হাজার মানুষ জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।


তেরটি মেডিকেল টিম ও পাঁচটি নিয়ন্ত্রণকক্ষ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে, বলেন তিনি।
ভোর ৫টা থেকে পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ করে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।