সোমবার কলেজ সড়কে এ দুর্ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌস (৬) সদর উপজেলার বিনয়কাঠী গ্রামের হেমায়েত উদ্দিনের মেয়ে।
প্রত্যক্ষদর্শী কেএম ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে দাদা-দাদীর সঙ্গে কলেজ সড়কের ডায়াবেটিক হাসপাতালে আসে এই শিশুটি।
এ সময় দৌড়ে রাস্তা পাড় হতে গিয়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠান।
সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে বরিশাল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।