আমাদের কথা খুঁজে নিন

   

ঝালকাঠীতে স্টিমার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সোমবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে ঝালকাঠীগামী ‘পি এস টার্ন’ নামের স্টিমারের স্টাফ কেবিন থেকে নূরউদ্দিনের (৮০) লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
নূরুউদ্দিন ভোলা জেলা সদরের মৃত নুর আলমের ছেলে ।
ঝালকাঠী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্টিমারটি ঝালকাঠী ঘাটে পৌঁছলে কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় ।
পুলিশ গিয়ে নূর উদ্দিনের পকেট থেকে ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র থেকে নাম ও পরিচয় সনাক্ত করেন।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
এ ব্যাপারে ঝালকাঠী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।