পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দিনমজুরের স্ত্রী তিন সন্তানের মা হোসনেয়ারা বেগমকে (২৮) আটক করা হয়েছে।
নিহত নাসির হওলাদার ওরফে নসা মিয়া (৩৫) জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউপির কচুয়া গ্রামের আমজাদ হাওলাদেরের ছেলে।
হোসনেয়ারা বেগমের দেয়া স্বীকারোক্তির বরাত দিয়ে কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশের গ্রামের নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে খোকন হাওলাদারের (২৬) সঙ্গে অনেক দিন ধরেই হোসনেয়ারার প্রেমের সম্পর্ক ছিল।
এ সম্পর্কের সূত্র ধরে পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী বৃহস্পতিবার গভীর রাতে খোকন ধারালো অস্ত্রদিয়ে ওই দিনমজুরকে কুপিয়ে পালিয়ে যায় ।
টের পেয়ে নিহতের ছেলে মেয়েরা চিৎকার করতে থাকলে প্রতিবেশিরা ছুটে এসে গুরুতর আহত দিনমজুরকে উদ্ধার করে। পরে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
খোকনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।