আমাদের কথা খুঁজে নিন

   

ছাঁটাইয়ের প্রতিবাদে বিরুদ্ধে বিজিএমইএর সামনে বিক্ষোভ

রোববার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর‌্যন্ত বয়দার গার্মেন্টসের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেয়।
পোশাক শ্রমিক নাসিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটির পর ১৭ অগাস্ট কাজে যোগ দিতে গেলে জানতে পারি আমিসহ ১৭ জন শ্রমিকের চাকরি নেই। ”
কোনো কারণ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়েছে বলে অভিযোগ করেন নাসিমা।
তিনি বলেন, ঈদের আগেও বিনা নোটিশে ৬০ জন শ্রমিককে চাকুরিচ্যুত করা হয়েছিল।
সোমবার সকাল থেকে মালিবাগের ওই গার্মেন্টস কারখানার সামনে বিক্ষোভ হবে বলেও জানান তিনি।


সুইং শাখার কর্মী রেহানা বেগম জানান, ছাঁটাই করা শ্রমিকদের কাজে ফিরিয়ে নেবার দাবিতে বয়দার গার্মেন্টসের প্রায় সাড়ে তিনশ শ্রমিক বিক্ষোভ করছে।
আরেক শ্রমিক নূরজাহান বেগম বলেন, “মালিক গার্মেন্টস বন্ধ করে দিবেন বলে মনে হচ্ছে। তাই ধীরে ধীরে শ্রমিক ছাটাই করে যাচ্ছেন। ”
রমনা থানার এএসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টা থেকে শ্রমিকরা বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করতে থাকে। পরে মালিক পক্ষের প্রতিনিধি এসে সোমবার সকালে কর্মস্থলে গিয়ে দাবি তুলে ধরার অনুরোধ জানালে তারা শ্রমিকরা বিক্ষোভ স্থগিত করে ফিরে যান।


গার্মেন্টসের কোয়ালিটি সুপারভাইজার মনিরুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবির ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে।
সোমবার সকালে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা না করলে ওই গার্মেন্টস কারখানার সামনে আবার শ্রমিকরা বিক্ষোভ করবে বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।