সাংবাদিক নির্যাতন ও বিভিন্ন সংবাদপত্র-টিভি চ্যানেল থেকে সাংবাদিক ছাঁটাইয়ের প্রতিবাদ এবং সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়নের দাবিতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে ২০ জুলাই, ২০০৮ রোববার দুপুরে রাজশাহী মহানগরীতে মৌন মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আরইউজে এই কর্মসূচী পালন করে।
দুপুর সাড়ে ১২টায় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে সাহেববাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আকাশ। সমাবেশ থেকে সাংবাদিক নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সংবাদপত্র-টিভি চ্যানেল থেকে সাংবাদিক-কর্মচারি ছাঁটাই বন্ধ এবং অবিলম্বে সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়নের দাবি জানানো হয়।
মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারি উল্লেখযোগ্য সাংবাদিকরা হলেন আরইউজে সভাপতি আকবারুল হাসান মিল্লাত, কোষাধ্যক্ষ শিবলী নোমান, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল আলম ফটিক, মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার এম আনিছুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আবদুল জাবীদ অপু, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সাংবাদিক তৈয়বুর রহমান, রাশেদ রিপন, তবিবুর রহমান মাসুম, ইমরান আলী, দৈনিক ভোরের কাগজ এর রাবি প্রতিনিধি সালাহউদ্দিন মুহম্মদ সুমন, ফটো সাংবাদিক আসাদুজ্জামান, আবদুল্লাহ ইকবাল প্রমূখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।