আমাদের কথা খুঁজে নিন

   

ভেষজ উদ্ভিদ

রাসেল.নেট এর ব্লগে আপনাকে স্বাগতম।
নিম (Azadirachta indica): মাঝারি আকৃতির শাখা বিস্তৃত চিরসবুজ উদ্ভিদ নিম। উচ্চতা ৩০ থাকে ৪০ ফুট পযর্ন্ত হয়ে থাকে। পতিত ও জঙ্গলাকীর্ণ জায়গায় সাধারণতঃ নিম গাছ জন্মে। বাংলাদেশের প্রায় সব জায়গাতেই নিম দেখতে পাওয়া যায়।

ঔষধী ব্যবহার ও গুনাগুণঃ নিম পাতা, গাছের ছাল ও মুল নানা রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। নিম দাঁতের জন্য খুব উপকারী। নিম ডালের মেস্ওয়াক অত্যন্ত উপকারী ও জনপ্রিয়। নিমের পাতা বিভিন্ন ধরণের চর্মরোগ ও হামের চিকিৎসায় মহৌষধী| নিম গাছের ছালের গুড়া জ্বর নিরাময়ে ব্যবহার হয়ে থাকে। নিমের তেল চর্মরোগ, ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়।

বিশ্বজুড়ে নিম ভেষজ হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তুলসী (Ocimum sanctum): তুলসী ভেষজ উদ্ভিদ। এ উদ্ভিদ ডালপালা বিস্তার করে এবং দুই থেকে চার ফুট পযর্ন্ত উচ্চতার হয়ে থাকে। তুলসীর পাতার রং সবুজ ও ছোট আকৃতির হয়। তুলসী গাছে সাদা রংয়ের ফুল ধরে।

ঔষধী ব্যবহার ও গুণাগুণঃ তুলসী পাতার রস কফ্, ব্রংকাইটিস ও ডায়রিয়ায় খুবই কাযর্করী, বিশেষতঃ শিশুদের এসব রোগের চিকিৎসায় এ গাছ অতুলনীয়। হাঁপানি, পাকস্থলীর সমস্যা, যকৃৎ ও চর্মরোগ, বাত, বদহজম ইত্যাদি রোগ নিরাময়ের ক্ষেত্রেও এ গাছ বিশেষভাবে কাযর্করী। আমলকি (Emblica officinalis Gaertn): মাঝারি উচ্চতার পাতাঝরা উদ্ভিদ। বাংলাদেশের সব জায়গাতেই আমলকি জন্মে। পাতার রং হালকা সবুজ।

ছোট ছোট পাতা সরূ ডালের উপরের অংশের সঙ্গে বিন্যস্ত থাকে যা অনেকটা পাখীর পালকের মত দেখতে মনে হয়। ঔষধী ব্যবহার ও গুণাগুণঃ • পেট ফাঁপা বা অম্ল হলে ৩/৪ গ্রাম শুকনো আমলকী ভিজিয়ে রেখে আহারের সময় সাধারণ পানির পরিবর্তে এ পানি পান করলে উপকার পাওয়া যায়। • জ্বর কিছুতেই না কমলে আমলকীর রসে অল্প ঘি মিশিয়ে পান করলে এ জ্বরের উপশম হয়। • ত্রিফলা অর্থাৎ আমলকী, হরীতকী ও বহেড়ার প্রতিটির সমপরিমাণ গুঁড়ার শরবত কোলেস্টেরল কমাবার অর্থাৎ প্রেসার বা রক্তচাপ কমাবার মহৌষধ। • শুকনো আমলকী সংকোচক গুণসম্পন্ন।

এটি অর্শ, ডাইরিয়া, আমাশয়, রক্তস্বল্পতা, জন্ডিস ও ত্বকের চিকিৎসায় উপকারী।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.