প্রতিদিনকার চলা মমি করে রেখে যাই ওয়েবের পিরামিডে
ক্ষীণ একটা রূপান্তরণ চেষ্টায় আজ দাঁড়াচ্ছি আমি আমারই বিরুদ্ধে, সজ্ঞানে কামেচ্ছাকে দুমড়েমুচড়ে নিয়ে উঠাচ্ছি স্বাভাবিক যৌনতার পাহাড়ে, স্থিতাবস্থাকে ফুঁসলিয়ে এনে দাড় করাচ্ছি প্রবহমানতার পাশে, যাতে একটা লাগালাগি হয়ে যায় দেখবার মতো
আমার মুখোশ ছিল না বটে ছিল ট্যাগিংয়ের খোলস, ফেলে এসেছি শৃঙ্খলা ও পরম্পরা যে ঘরে থাকে তার দরজার সামনে, নতুন পোশাক যেটা পরেছি সেটা পাতায় বানানো, এমন সে গাছের পাতা যার ভেষজতা বিধান করে কঠোর শ্রমদক্ষতা, দীর্ঘ হাঁটার অভ্যেস এবং যুক্তির প্রাচীর ভাঙা বোধ
তাছাড়া একটা নিমফুল কুড়িয়ে এনে সাটিয়ে রেখেছি নিজ অস্তিত্বঘরে চন্দ্রবিন্দুর মতো, উপরে যতই চাপুক আনুনাসিক ভার, নাসিকাগহ্বরে জাগবে না কোনো নাদস্বর, আর্তি বা উল্লাসে, এরকম বোঝাপড়াসহ
এটা হলো নিজেই নিজেকে ভিতর দিক থেকে মারতে মারতে আসা, এটা হলো স্বেচ্ছায় ধুতুরা ফলের দিকে কবজি বাড়ানো
Image from: http://blog.theherbgatherer.com/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।