আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাশনাল জিওগ্রাফিক.com এর হোমপেজে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা



ন্যাশনাল জিওগ্রাফিক.com এর হোমপেজে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা...... এখন, বাংলাদেশ সময়: রাত ৯টা ৫২ এবং GMT: October 01, 15:53 hour....... থাকবে আরো ১৫ ঘন্টা...... প্রতিদিন একবার করে হলেও http://www.natgeo.com এ যাওয়া হয় কারণ ওদের photo-of-the-day -তে অসম্ভব কিছু ছবি দেখতে আমার খুব ভাল লাগে......... আর বোনাস হিসেবে থাকে ফিচার্ড টপিক গুলো...... আজকে যদি আপনারা ওদের হোমপেজে যান তাহলে দেখবেন ফিচার্ড টপিকের ৩ নাম্বারটা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের ট্রেনিং নেয়ার সময়...... ছবিটা: link: all-roads-talukder-firing-squad আরো একটা ছবি রয়েছে যেখানে মেয়েদের দেখা যাচ্ছে মার্চপাস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন তারা...... ২টা ছবি একই সময়ের.... ছবিটা: link: all-roads-talukder-women সাদাকালো হলেও অসম্ভব সুন্দর ছবিগুলো........ ছবি যে কথা বলে তার সর্বোৎকৃষ্ট প্রমাণ এই ছবিটা...... আজ আমরা স্বাধীন তা সম্ভব হয়েছে এমন কিছু নিঃস্বার্থ মানুষের জন্যে..... কথার তুবড়ি ফোটানো নয়, জীবন দিয়ে যারা নিজেদের দেশকে গড়তে চেয়েছেন..... শ্রদ্ধা জানাই এই মুক্তিযোদ্ধাদের......... তাদের আত্মত্যাগকে শ্রদ্ধা জানানোর ভাষা আমার জানা নাই। ফেসবুকে আমার একটা ফ্রেন্ড কমেন্ট করলো "এরাও স্টুডেন্ট ছিল, আমরাও স্টুডেন্ট কিন্তু দেশের প্রতি ফিলিংসে কত পার্থক্য" ..... দুঃখজনক হলেও কথাটা ৯৯.৯৯% ঠিক, অথচ হওয়া উচিত ছিলো উল্টাটা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.