ক খ গ ঘ...
আমার বন্ধুর একটা পরিচিত অভ্যাস আছে, আইডি কার্ড হারানোর। এ পর্যন্ত কত যে আইডি কার্ড হারিয়েছে আর তা কত শত জরিমানা গুনে তুলেছে, তা সে নিজেও ঠিক জানে না।
বেচারা নিজেও ভয়ে থাকে কখন কার্ড হারিয়ে ফেলবে, কিন্তু আমাদের ন্যাশনাল আইডি কার্ড ওকে অন্তত এই চিন্তা থেকে বাঁচিয়ে দিয়েছে। আর ওর এই চিন্তা মুক্তি-র রাস্তায় নিয়ে এসেছে, দ্যা ওয়ার্লড ফেমাস নিলক্ষেত!!
সেদিন নিলক্ষেত থেকে ওর নিজের আইডি কার্ড দু কপি হুবহু বানিয়ে নিয়ে এসেছে মাত্র ২৫ টাকায়!!!
মূল আইডি কার্ড কালার ফটোকপি করতে নিয়েছে দু কপি ১৫ টাকা, আর লেমিনেটিং করতে ১০ টাকা। তার মানে একটা আইডি কার্ড এ খরচ পরল ১২.২৫ টাকা!!!!
আমার হাতে যখন ও ওর আসল আর নকল দুটাই দিয়েছিল আলাদা করতে, আমার কাছে নকল টাই আসল মনে হয়েছিল।কারন আসল টায় ছবি এত অন্ধকার অন্ধকার এসেছিল যে চেহারাটা কার বোঝার মত ক্ষমতা বোধহয় ওর আম্মা-রও হত না। সেদিক থেকে নকল টায় চেহারা অনেক ব্রাইট এসেছে, আর বোধগম্য হয়েছে। তবে নকলটার পেছনের পাতার লেখা অংশটা আসলটার চেয়ে কাল বেশি হয়েছে।
নকল আইডি কার্ড পকেটে নিয়ে ঘুরবে আর মূল টা বাসায় থাকবে। মূলটা হারানোর ভয় এবার কমে গেল!!
---------------------------------------------------------------------------------
আমি নিলক্ষেত আর ন্যাশনাল আইডি কার্ড এর উত্তোরত্তর সাফল্য কামনা করি
আপনারা কি বলেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।