বাংলাদেশ আমার দেশ
ন্যাশনাল আইডি কার্ডের নিচে ১৩টি ডিজিট রয়েছে
এই ১৩ টি ডিজিটের একটি বিশেষত্ব রয়েছে যা আমাদের জেনে রাখা প্রয়োজন।
ধরুন একটি ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটি হচ্ছেঃ
৫৫২৫৭০৮১৪৬২৩১
যার প্রথম দুই ডিজিট - ৫৫ হচ্ছে জেলা কোড। জেলা মাগুরা।
পরবর্তী ডিজিট- ২ হচ্ছে আর.এম.ও (রিজিওন)
এখানে ২ মানে পৌরসভা।
১ = পল্লী
২ = পৌরসভা / অন্য এলাকা
৩ = শহর
৫ = ক্যান্টঃ বোর্ড
৯ = সিটি কর্পোরেশন
পরবর্তী দুই ডিজিট- ৫৭ হচ্ছে উপজেলা কোড। আমার উপজেলা মাগুরা সদর।
পরবর্তী দুই ডিজিট- ০৮ হচ্ছে পৌর ওয়ার্ড/ইউনিয়ন কোড।
পরবর্তী ৬ ডিজিট হচ্ছে ব্যক্তিগত নম্বর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।