আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ

সোমবার বিকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি জানান সিইসি।
রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর আবদুল হামিদের সঙ্গে বর্তমান ইসির এটাই প্রথম সাক্ষাৎ।
সিইসি কাজী রকিব সাংবাদিকদের বলেন, গত একবছরে ইসির বিভিন্ন কাজের অগ্রগতি ও আগামী নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতির বিষয়গুলো রাষ্ট্রপতিতে জানিয়েছেন তারা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় নির্বাচন কমিশন। সে লক্ষ্যে সব ধরনের উদ্যোগ নেয়া হবে।


জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকের পর সিইসি রোববার সাংবাদিকদের বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার সংলাপে বসবে ইসি।
এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচনের কথা রয়েছে।
এরই মধ্যে সংসদ নির্বাচনকে সামনে রেখে ছবিসহ ভোটার তালিকা, সীমানা পুননির্ধারণের কাজ গুছিয়ে রাখছে ইসি।
রাষ্ট্রপতির সংগে সাক্ষাতকালে অপর নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাজহনেওয়াজ, ইসি সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।
গত বছর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সব দলের সঙ্গে সংলাপ করে সার্চ কমিটির মাধ্যমে কাজী রকিবের নেতৃত্ব ৫ সদস্যের ইসি গঠন করেন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.