মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, ‘অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে’ আগামী এক বছরের জন্য ইহসানুল করিমকে রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হল।
রাষ্ট্রপতির দায়িত্বে আবদুল হামিদ আসার এক মাসের মধ্যে প্রেসসচিবের পদে পরিবর্তন এলো।
এদিকে দুই সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগের প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তারা হলেন মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান এবং মেজর জেনারেল রেজানুর রহমান খান। তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।