জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে নির্দেশনা জারি করেছেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সংকট নিরসনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ৫৬ ধারা অনুযায়ী কয়েকটি পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যেই উপাচার্য, সাধারন শিক্ষক ফোরাম ও শিক্ষক সমিতিকে এ নির্দেশনা জানানো হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে, উপাচার্য কর্তৃক অবিলম্বে সিনেট নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন।
সিনেটের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১১(১) ধারা অনুযায়ী উপাচার্য নিয়োগের প্যানেল তৈরির ব্যবস্থা গ্রহণ করবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরাম ও আন্দোলনরত শিক্ষকরা বিনাশর্তে আন্দোলন প্রত্যাহার করবেন।
শিক্ষকদের বিরুদ্ধে করা রিট মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে উপাচার্য পদক্ষেপ নিবেন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখার লক্ষ্যে সিন্ডিকেট ও অন্যান্য সকল কমিটির কার্যক্রম, একাডেমিক কাউন্সিল সচল রাখা এবং ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রমসহ শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রম অবিলম্বে শুরু করতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।