আমাদের কথা খুঁজে নিন

   

আদার বেপারী এখন জাহাজের মালিক (পর্ব- ১ )

"সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।

স্থান: পোর্ট কেলাং, মালয়শিয়া. জাহাজ: এম ভি বঙ্গ বিরাজ কোম্পানি: এইচ এর সি শিপিং লিমিটেড তারিখ: ২৪ এ অক্টোবর, ২০০৮ ঘটনা: উল্লেখিত জাহাজ টি বাংলাদেশ থেকে মালেশিয়া আসে । কিন্তু ওই তারিখ এ জাহাজটি মালেশিয়া পোর্ট এর একটি গ্রান্টি ক্রেনে আঘাত করে । ওই দিনই পোর্টের তদন্তে জাহাজের ক্যাপ্টেন, পোর্টের পাইলটকে দোষী করে রিপোর্ট করা হয় । যেহেতু মালেশিয়া তে এইচ এর সি শিপিং লিমিটেডের অফিস আছে তাই জাহাজটিকে আটক না করে ছেড়ে দেওয়া হয়।

জাহাজটি আবারও পণ্য বহন করা শুরু করে। স্থান: পোর্ট কেলাং, মালেশিয়া. জাহাজ: এম ভি বঙ্গ বিরাজ কোম্পানি: এইচ এর সি শিপিং লিমিটেড তারিখ: ০৪ ঠা মে ২০১০ ঘটনা: দীর্ঘ ২ বছর মামলা চলার পর আদালত রায় দেয় যে দুর্ঘটনার জন্য জাহাজের ক্যাপ্টেন দায়ী। তাই ওই গ্রান্টি ক্রেনের যাবতীয় রিপিয়ার এর খরচ কোম্পানি দিতে হবে। তারপর পোর্ট জাহাজটি অটক করে নেয়। আমি এর সাথে ২ টা লিঙ্ক দিলাম... বাংলাদেশি জাহাজ মালয়েশিয়ায় আটক দুর্ভোগে ২৩ নাবিক আর অন্য টা হলো- আইটিএফে নাবিকদের অভিযোগ ৪৫ লাখ টাকা দাবি আদার বেপারী- আমি জাহাজটিতে চাকরি করি।

পদবি বললাম না। যাই হোক। এইচ আর সি এখনও জরিমানার টাকা দেয় নাই। আমরা দীর্ঘ ৮ মাস ধরে মালেশিয়াতে আটকা আছি। কোম্পানি এখনও কোনো জবাব দিচ্ছেনা কবে আমরা দেশ এ যেতে পারব।

আই টি এফ-এ গিয়াছি কিন্তু কোনো লাভ হয়নি। কবে যে দেশে আসতে পারব তাও জানি না। আমাদের জন্য দোয়া করবেন... বিদায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.