আগে মা বলেছিল "রাজাকার থেকে দুরে থাকিস বাবা" এখন বলে "রাজাকারের গন্ধ থেকে বেঁচে থাকিস" শাহবাগ এর ব্লগার! নামের মধ্যে বাগ কিংবা বাঘ জাতীয় শব্দ থাকলেও কাজের দিক দিয়ে তারা কি সেটা মনে হয় তারা নিজেরাও জানে না। হঠাৎ করে পাওয়া খ্যাতি তাদেরকে আল্লামা শফির মত আকাশে উড়াচ্ছে। আর আছে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করা নিয়ে। জামাত শিবিরকে তারা কথায় কথায় ছাগু উপাধি দিতে ভীষন পছন্দ করেন, কিন্তু সারা দিন তারা নিজেদের সমমনা আরেক ব্লগারের পাছায় আঙ্গুল ঢুকিয়ে বসে থাকতে খুব পছন্দ করেন। ছাগু ব্লগাররা তাদের নিয়ে কোন চিন্তা করেন না, কারণ, নিজের সমমনা ব্লগারগণ তাদের নিয়ে টেনশিত থাকেন।
খ্যাতির জন্য এমন কোন কাজ নেই তারা করে না, করতে পারে না। উপরে ঊঠার জন্য ছাগুদের লেভেলেও তারা যাইতে পারে। উদাহরণঃআইজু।
ফেসবুকে জামাত শিবির এখন ব্যস্ত তাদের অপপ্রচার নিয়ে, এটা তাদের কাজ। কিন্তু আমাদের শাহবাগী ব্লগাররা কি করছে? মাঝে মাঝে দু-একটা মিটিং, আর সাহিত্য রচনা ।
জামাত শিবিরের অপপ্রচার নিয়ে তাদের কোন মাথাব্যথাই নেই। কেনই বা থাকবে? তাদের কি এখন এসব করা মানায়? আজকে সারাদিন টুইটারে 'বাঁশের কেল্লা' গুজব ছড়ালো, ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে তা শেয়ার করল, বিভিন্ন গুরুত্বপুর্ণ মানুষকে মেনশন করল, বিদেশি টিভি চ্যানেলগুলোকে ট্যাগ করল? শাহবাগ তখন কি করে? চেতনা নিয়ে ব্যস্ত? নাকি খাবার আর লাইভ টিভি নেই দেখে তাদের আর কোন চিন্তা নাই? ব্লগার প্রধান কই? অন্যতম সংগঠকরা কই?
থাক, আর কিছু কমু না। তারা তাদের চেতনা দিয়ে মুড়ি খাক, আর আমরা আমাগো দুই তিন আইডি দিয়া ছাগুগো গদামের উপরে রাখি। তারা এসব কাজ করবে কেন? তারা তো নেতা, নেতাদেরকি প্রজা হওয়া উচিত? মাছি মেরে হাত ময়লা করা উচিত!?
না উচিত না!
আমি কোন ব্লগার না, কিছুই না আমি, কিন্তু একসময় আপনাদের যে খুব পছন্দ করতাম এটা অনেক সত্যি। তাই সেই পছন্দ থেকেই একটা কথা বলি, শুনলে শুনেন, না শুনলে স্কিপ করেন।
আপনারা নিজেরা নিজেদের মধ্যে পুন্দাপুন্দি কইরা যে শক্তি আর সময় এবং মেধা অপচয় করতেছেন, তারা অর্ধেকও যদি ছাগুদের পিছনে ব্যয় করতেন, তাহলে এই ব্লগ আর ফেসবুক ছাগুদের জন্য সাক্ষাত নরক হইয়া যাইতো।
এখনও সময় আছে বাপেরা, নিজেদের ইগো ভুইলা গিয়া এক হন, না হলে 'সময় গেলে সাধন হবে না' (দয়া কইরা আমারে গালি দিয়ে আরও কিছুটা সময় নষ্ট কইরেন না, এই গালিটা কোন ছাগু কিংবা ছাগ পেইজে দেন, দেশের উপকার হইব, নিজেদের কথা নাহয় বাদই দিলাম )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।