আমাদের কথা খুঁজে নিন

   

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে নিয়ে শাহবাগি মিডিয়ার অতি উৎসাহের কারণ

শিরোনামহীন গতকাল বিকেল থেকে শাহবাগি পেজগুলোতে চট্টগ্রামের একটি মহাসমাবেশের ছবি দেখলাম। আজকের শাহবাগি পত্র পত্রিকায় ও দেখলাম বেশ ফলাও করে ছাপা হয়েছে নিউজটি, বলা হয়েছে লাখো মানুষের সমাগম হয়েছে, নজিবুল বাশার মাইজ ভান্ডারী সহ অনেক ওলামা মাশায়েখ ছিলেন ওখানে! সমাবেশটি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নামের একটি সংগঠন। ইসলাম বিরোধী আওয়ামি সরকার এবং মিডিয়া সব সময়ই অমুসলিম এবং ভন্ডদের সহযোগিতা করে আসছে। মাইজভান্ডারি, রাজারবাগি পীর, দেওয়ানবাগি, কাদিয়ানি এর পর এবার আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে এসেছে সিনে। আগের চারটি সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও এই নতুন চিজটি সম্পর্কে তেমন ধারণা ছিলনা আমার।

সুতরাং, আজকে অফিসে আসার পথে গাড়িতে বসে শুরু করলাম গুগলিং। অতঃপর বুঝতে পারলাম মুসলিম বিরোধি সরকার, শাহবাগি পেজ, পত্রিকাগুলা কেন এত উৎসাহী। আসুন তাহলে যেনে নেই আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর জন্ম ইন্ডিয়াতে, প্রতিষ্ঠাতা হলেন আহমেড রেজা খান, কিন্তু এরা পাকিস্তানে বেশ সক্রিয় এবং সেখান থেকেই নীতি নির্ধারণ হয়। এদের সাথে আরো ইসলামের সাথে মিল আছে এমন দুইটি বিধর্মী সংগঠন (ইসমাইলিয়া, আহমাদিয়া ধর্মাবলম্বি) এর আঁতাত আছে।

এরা একটি মাজার পুজারি গোষ্ঠী এবং শিরনি, মিলাদ, বিরিয়ানি, হালুয়া, রুটি এসবকেই মুসলমানদের আসল কাজ মনে করে এবং বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কেউ বেহেস্তে যাবেনা। নিচে এদের কিছু বিশ্বাস এবং রীতি এর লিস্ট দেয়া হলঃ • মিলাদ, কেয়াম, সালাম, দুরূদ, ইয়া রাসুলুল্লাহ স. বলে ডাকা জায়েজ, বরকত ও সাওয়াবের কাজ, মাহফিলে নবীপাক স. এর রূহ মুবারক আসা সম্ভব। • নবী, ওলি-আউলিয়া, মা-বাবা ও মৃত ব্যক্তিদের প্রতি (তারিখ ধার্য করে বা না করে) সাওয়াব রেসানী (ইসালে সাওয়াব) করা জায়েজ, বরকত ও সাওয়াবের কাজ । • নবী আওলিয়া কেরামগণ জিন্দা। তাঁদের অসিলা দিয়া দোয়া চাওয়া, শির্নী, খাদ্য বিতরণ করা নেক ও সাওয়াবের কাজ।

• কবরের উপর গম্বুজ করা, কবরের দিকে হাত উঠিয়ে মোনাজাত করা, কবরে কাঁচা ডাল পোতা জায়েজ ও নেক কাজ। • কোন ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ ও নেক কাজ। • শবে বরাতে হালুয়া, রুটি বা খিঁচুরী বিতরণ করা, কবরস্থান জিয়ারত করা জায়েজ ও নেক কাজ। খাদ্য বিতরণ করলে সাওয়াব হয়। • লাশের জন্য খাস করিয়া সাওয়াব বখশীস করা, কুলখানি ও কোরআন পাঠ করা জায়েজ, নেক কাজ।

• আযান শেষে দোয়া পড়া ও হাত উঠিয়ে মোনাজাত করা জায়েজ ও নেক কাজ। • বাপ,মা, এলমে জাহের, বাতেন জ্ঞানের অধিকারী পীর মরশেদের কদমবুসী সম্মানে দাঁড়ানো জায়েজ ও নেক কাজ। • আখেরি জোহর নামাজ বা এহতিয়াতুজ জোহর না পড়িলে গোনাহ হইবে। • মসজিদ বা অন্য স্থানে আল্লাহর জিকির, হালকায়ে জিকির করা, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টির জন্য মুরাকাবা করা জায়েজ। সূত্রঃ ১।

http://en.wikipedia.org/wiki/Barelvi ২। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৮৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.