এবার আবহাওয়ার আচরণ বোঝা বেশ কষ্টসাধ্য হয়ে দেখা দিয়েছে।
বেশ কিছুদিন ধরে ঝলমলে রোদের মাঝে হঠাৎ বৃষ্টি নেমে আসছে। তার কিছুক্ষণ পরে আবারও রোদের হাসি ।
বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায় তা কিন্তু এবার তেমন হয়নি। শরতের মাঝামাঝিতেও একই অবস্থা।
দিনের অবস্থার কথা তো বললাম। এবার রাতের কথা কিছু বলা যাক-
রাতে শোয়ার সময় মোটামুটি গরম থাকছে। তাই ফ্যান চালিয়ে ঘুমুতে যাচ্ছি। কিন্তু ভোররাতে ফ্যান চালানো যাচ্ছে না। চাদরমুড়ি দিয়ে থাকতে বেশ আরামদায়ক মনে হচ্ছে।
ভোরে ঘুম থেকে উঠে ঘাসের ডগায়, ধানের শীষে, গাছের পাতায় শিশিরের আনাগোনা বেশ চোখে পড়ছে।
এসব দেখে মনে হচ্ছে এই বুঝি শীত এসে গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।