আমাদের কথা খুঁজে নিন

   

অবসরে যাচ্ছেন পাকিস্তানি সেনাপ্রধান কায়ানি

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করার পর আগামী নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি অবসর নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর এ পদটিতে তার উত্তরসূরি কে হতে চলেছেন তা নিয়ে জল্পনা চলছে।

প্রকাশ্যে এ বিষয়ে কোনো কথা শোনা না গেলেও সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ ও কূটনীতিকদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎকারে কয়েকটি নাম ওঠে এসেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো বর্তমান চিফ অব জেনারেল স্টাফ জেনারেল রাশেদ মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক সমন্বয়কারী কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল তারিক খান এবং কায়ানির পর পাকিস্তান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল হারুন আসলাম। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মে মাসে পাকিস্তানের ক্ষমতায় আসার পর থেকে কায়ানির উত্তসূরি ঠিক করাই হবে তার জন্য সবচেয়ে কঠিন কাজ। ওয়েবসাইট।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।