দিন-রাত পড়াশোনা ও কঠিন পরিশ্রম করে পরীক্ষা দেওয়ার পর অনেকটা অবসর জীবনযাপন করছে তামান্না। আপাতত কয়েকটা মাস কোনো লেখাপড়ার ঝামেলা নেই। তাই নিশ্চিন্তে অনেকটা ফুরফুরে মন নিয়ে সে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এভাবে অযথা ঘোরাঘুরি করে, গান শুনে, সিনেমা দেখে কতটা সময়ই-বা নষ্ট করা যায়! মাসখানেকের মাথায় তামান্না বিরক্ত হয়ে ওঠে। মনে মনে সিদ্ধান্ত নেয়, কিছু একটা করার।
কিন্তু কী করবে তাও ঠিক ভেবে উঠতে পারে না। এভাবে ভাবতে ভাবতেই প্রায় ১টি মাস তার জীবন থেকে চলে যায়। এরপর যখন কিছু একটা করবে বলে মনস্থির করে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তাই হা-হুতাশ করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। কিন্তু তার সহপাঠী ও বন্ধুদের মধ্যে সচেতন বেশ কয়েকজন এই অবসরকে কাজে লাগিয়ে অনেকটা এগিয়ে যায়।
সানজিদার মতো অনেকেই পরীক্ষার পরের সময়টিতে আনন্দের বাঁধভাঙা জোয়ারে গা ভাসিয়ে দেয়। তবে এই আনন্দের সঙ্গে যদি থাকে গঠনমূলক কোনো কিছু করার মানসিকতা, তবে এর চেয়ে আনন্দময় সময় কাটানো আর কী হতে পারে! বিজ্ঞানের এ যুগে কম্পিউটার জানা অপরিহার্য হয়ে উঠছে দিনকে দিন। বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট তৈরি থেকে শুরু করে চাকরি- সব জায়গায় কম্পিউটার জানাটা হয়ে পড়ছে অত্যন্ত জরুরি। এ অবসরে কম্পিউটারের বিশদ না জানলেও অন্তত মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এঙ্লে ও মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখে রাখাটা কঠিন কিছু নয় নিশ্চয়ই। গান শুনতে, ছবি দেখতে, ফটোগ্রাফি করতে পছন্দ করেন অনেকেই।
ভালো গান, ভালো ছবি যেমন বিনোদন দেবে, তেমনি নিজের অজ্ঞাতেই তৈরি করবে সুন্দর রুচিবোধ। যাদের ফটোগ্রাফির শখ আছে তাদের ফটোগ্রাফি শেখার জন্য এটিই হতে পারে শ্রেষ্ঠ সময়। ফটোগ্রাফি শেখার জন্য গড়ে উঠেছে বেশকিছু প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকেও করে নেওয়া যায় ৩ থেকে ৬ মাসের স্বল্পমেয়াদি কোর্স। এসব কোর্স করে হাতেখড়ি নিতে পারেন ক্যামেরায়।
এই প্রশিক্ষণই খুলে দিতে পারে ফটোগ্রাফি ক্যারিয়ারের দ্বার। ইংরেজির ক্ষেত্রে দক্ষতা বাড়াতে এই সময়টি কাজে লাগাতে পারেন শিক্ষার্থীরা। শিখতে হবে ইংরেজি। মাতৃভাষার পাশাপাশি ইংরেজি চর্চা কিংবা ইংরেজি ভাষাটা জানা ভালো। বর্তমান চাকরির বাজারে ইংরেজি জানা লোকদের কদর অনেক বেশি।
আগামীতে এই চাহিদা নিঃসন্দেহে আরও বাড়বে। মিডিয়া সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা এ সময়টিকে কাজে লাগিয়ে করতে পারেন এ সম্পর্কীয় কিছু কোর্স। সাংবাদিকতা, সংবাদ পাঠ, উপস্থাপনা ও অভিনয় শেখার জন্য আমাদের দেশে ইতোমধ্যেই গড়ে উঠেছে বেশকিছু ভালোমানের প্রতিষ্ঠান। শিখে নিতে পারেন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। রং-তুলি নিয়ে নাড়াচাড়া করতে যাদের ভালো লাগে তারাও বসে না থেকে আঁকাআঁকির ওপর একটি কোর্স করে নেন।
শুধু পরীক্ষার পর এ অবসর সময়টুকুই নয়, যখনই সময় পাওয়া যায় তখনই সেই সময়টুকু কোনো কাজে লাগানোর চেষ্টা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।