আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভবনের দরবার হলে বৃষ্টি হলেই পানি পড়ে

বঙ্গভবনের দরবার হলে বৃষ্টি হলেই পানি পড়ে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারের অবস্থাও জীর্ণ। তাহলে গণপূর্ত অধিদফতর কী করে। এর পরও গণপূর্ত অধিদফতরের কর্মকর্তারা কীভাবে দায়িত্বে থাকেন। এ সময় কমিটির সদস্যরা গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাদের পদত্যাগও দাবি করেন।

এ বিষয়ে বৈঠকে উপস্থিত অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভঁূইয়া কথা বলতে চাইলে সদস্যরা আরও ক্ষুব্ধ হন। পরে প্রধান প্রকৌশলী কমিটিকে জানান, বাজেট বরাদ্দ না পাওয়ায় সংস্কার কাজ সম্পন্ন হয়নি।

সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে গতকাল বঙ্গভবন ও বঙ্গবন্ধুর মাজারের সংস্কার কাজের ধীরগতি নিয়ে আলোচনাকালে কমিটির সদস্যরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, মো. আবদুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী, বেগম সাফিয়া খাতুন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, কমিটির সভাপতি নিজেই বঙ্গভবনে সংস্কার কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

হুইপ লিটন চৌধুরী বৈঠকে জানান, জাতীয় শোক দিবসে পুষ্পার্ঘ অর্পণ করতে গিয়ে বঙ্গবন্ধুর মাজারের জীর্ণদশায় প্রধানমন্ত্রী স্বয়ং ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, বঙ্গভবন ও বঙ্গবন্ধুর মাজারের সংস্কার কাজ মানসম্মতভাবে দ্রুত সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। অবিলম্বে সংস্কার কাজ সম্পন্ন না হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণের সুপারিশ করা হবে। এ ছাড়া বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৩০টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি ফ্ল্যাট ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের নবম তলায় কমিটির সভাপতির কক্ষে সভাপতি ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়া এক ঘণ্টারও বেশি সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

ওই বৈঠকের বিষয়ে কিছুই জানা যায়নি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।