আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভবনের একটি উদ্ভট চিঠি

ফেসবুক আইডি:নাই

বঙ্গভবনের জনবিভাগ থেকে পাঠানো একটি উদ্ভট চিঠি পাওয়া গেছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চিঠিটি ভুল ব্যক্তির নামে ও ভুল ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠিতে প্রাপকের ঠিকানা লেখা হয়েছে কামরুজ্জামান খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। চিঠিতে বলা হয়েছে, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের রাষ্ট্রপতি বরবার পাঠানো আবেদন-পত্রের ফটোকপি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতদ সঙ্গে পাঠানো হলো। চিঠিতে বিষয় উল্লেখ করা হয়েছে, ‘জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর পদের পরীক্ষা স্থগিত করে বিষয়টি তদন্ত করার আবেদন’ প্রসঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মোশারফ হোসেন ২৭ অক্টোবর এ চিঠিতে স্বাক্ষর করেছেন।

যার পত্র সংখ্যা ০১. ০১১. ০৩২. ০১. ০০.০২৭. ২০০৯-। এ চিঠির একটি কপি স্বরাষ্ট্র সচিবকে পাঠানো হয়েছে। ডাকযোগে পাঠানো বঙ্গভবনের এ চিঠি বৃহস্পতিবার ৮/৪/এ, সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে এসে পৌঁছে। চিঠিতে মো. কামরুজ্জামানের পদমর্যাদা সাধারণ সম্পাদক বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় সেগুনবাগিচা হলেও চিঠিতে ঠিকানা বাংলাদেশ সচিবালয় বলে উল্লেখ করা হয়েছে। অথচ সরকারের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ‘বাংলাদেশ সচিবালয়’। সচিবালয়ের ভেতরে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় কীভাবে হয় সে ব্যাপারেও চিঠির প্রেরকের কোনো ধারণা নেই। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খান জানান, এ চিঠির ‘বিষয়’ সম্পর্কে তিনি অবগত নন। তিনি কখনো কোনো আবেদনও করেননি।

সরকারের কোন সিদ্ধান্তে রাষ্ট্রপতির দপ্তর থেকে এ ধরনের চিঠি পেয়ে তিনি বিব্রত ও হতভম্ব। বঙ্গভবন থেকে প্রাপকের সঠিক নাম, ঠিকানা, পদবি ও বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে নিশ্চিত না হয়ে কীভাবে এ ধরনের চিঠি ইস্যু করা হয় তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাযাদি রিপোর্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।