আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রে ধনীদের শীর্ষে টেক মহারথীরা



অর্থনীতি বিষয়ক প্রভাবশালী সাময়িকী ফোর্বস ম্যাগাজিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেরা ৪০০ জন সম্পদশালী ব্যক্তির তালিকা তৈরি করেছে। এই তালিকায় ১৭ বারের মতো শীর্ষে আছেন বিল গেটস। তালিকায় অ্যাপল সিইও স্টিভ জবসকে পেছনে ফেলেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। খবর বিবিসি অনলাইনের। ফোর্বস-এর হিসেব অনুয়ায়ী মাইক্রোসফটের সাবেক সিইও বিল গেটসের সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৪ বিলিয়ন ডলার।

মার্কিন ধনীদের তালিকায় শীর্ষস্থানে আছেন তিনিই। তার পরের স্থানটি ব্রেকশায়ার হ্যাথওয়ে সিইও এবং গেটস-এর বন্ধু ওয়ারেন বাফেট। তার সম্পদের মূল্য ৪৫ বিলিয়ন ডলার। ২৭ বিলিয়ন ডলার মুল্যের সম্পদ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানটি ওরাকল সিইও ল্যারি এলিসন-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, তালিকায় ১১ নম্বর স্থানে আছেন গুগল প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন।

তাদের প্রত্যেকের সম্পদের পরিমান ১৫ বিলিয়ন ডলারের। তালিকায় ১৪ বিলিয়ন ডলার নিয়ে ১৫ নম্বরে আছেন ডেলের সিইও মাইকেল ডেল। তালিকার ১৬ নম্বর স্থানটি মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার-এর। তার সম্পদের পরিমাণ ১৩.১ বিলিয়ন ডলার। ১৭ নম্বরে আছেন মাইক্রোসফটের আরেক প্রতিষ্ঠাতা পল অ্যালেন।

তার সম্পদের পরিমান ১২.৭ বিলিয়ন ডলার। ১৮ নম্বরে আছেন অ্যামাজন সিইও জেফ বেজোস। তার সম্পদের পরিমান ১২.৬ বিলিয়ন ডলার। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, টেকনোলজি দুনিয়ার হর্তাকর্তারা ধনীদের তালিকায় আগে থেকেই অবস্থান নিলেও এই তালিকায় এবার চমক এনেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। গত বছরে তিনি ধনীদের তালিকায় স্থান না পেলেও এবারে একেবারেই টপকে গেছেন অ্যাপল সিইও স্টিভ জবসকে।

তালিকায় মার্ক জুকারবার্গের স্থান ৩৫ তম। আর তার সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৬.৯ বিলিয়ন ডলার। অন্যদিকে স্টিভ জবসের সম্পদের মূল্য ৬.১ বিলিয়ন ডলার হবার কারণে তালিকায় তার অবস্থান ৪২ নম্বরে। জানা গেছে, তালিকায় থাকা সেরা ১০০ জন ধনীব্যক্তির মধ্যে স্থান করে নিয়েছেন ই-বের প্রতিষ্ঠাতা প্রেইরি ওমিদার। ৪.৩ বিলিয়ন মূল্যমানের সম্পদ নিয়ে তার স্থান ৪৭ তম।

৪৮ তম স্থানে আছেন গুগল সিউও এরিক স্মিড। এছাড়াও ৫১ নমএর আছেন ইকোস্টার সিউও চার্লস আর্জেন। তালিকায় ৮৮ নম্বরে আছেন ইনটেলের প্রতিষ্ঠাতা গর্ডন মুর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.