আমরা খুব আনন্দের সাথে অপেক্ষা করছি আমাদের ঢাকা চিটাগাং মহাসড়ক অচিরেই চার লেনে উন্নীত হচ্ছে...আবার এও আশংকা হচছে অনন সব মহাসড়ক র মত এর দুপাশে লাগানো হবে যত সব বিদেশী গাছ গাছালী..যেগুলো আমাদের পরিবেশ র বারটা বাজানোর জন্য যথেষ্ট.।অথচ আমরা সহজে আমাদের দেশী গাছ দিয়ে এই মহাসড়ক বনায়ন করতে পারি..একপাশে লাগাতে পারি আমড়া চালতা বেল আম জাম জাম্বুরা কাঠাল পেয়ারা জলপাই নারিকেল সুপারি আতা... আবার অন্য পাশে আমাদের দেশী কাঠ গাছ......কড়ুই সেগুন.....মাঝখানে মাঝখানে কদম কৃষ্নচূড়া...রাসতার সাথেই থাকবে দেশী ফুল.....হাসনাহেনা গন্ধরাজ.........।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।