একুশ শতক, আজ তোমাকে বলতে কিছু কথা
মুখ খুলেছে কালির কলম, কণ্ঠে অকুণ্ঠতা,
তোমার ভেতর দেখছে সে এক বিপ্লবী সভ্যতা,
ষড়যন্ত্রের নটগুরুদের ধ্বংসে গড়া ওটা।
কেমন হবে তোমার খাতার একশখানি পাতা?
কোন প্রগতির প্রজাপতির ফুল ফোটাবে তুমি?
কোন শকোতির জয় ঘোষিবে, বলবে কাকে নেতা?
কার মহিমায় ধন্য হবে তোমার কালের জমি?
কোথায় তোমার মহান নায়ক বলতে পার একুশ?
আজকে কাকে নায়ক ভেবে বিশ্ব হল বেহুশ?
একশ খানি পাতার ভেতর কোন সে পত্র সেরা?
বদলে দিতে বিশ্বটাকে চিনবে আসল হীরা?
বিশ্বজুড়ে যুদ্ধ যুদ্ধ ঝোঁক যে গেল বেড়ে,
তৃতীয় এক বিশ্বযুদ্ধ আসছে নাকি তেড়ে?
বাধলে লড়াই জিতবে কারা? তাও বা কাদের মেরে?
পায়রার দল ছুটল কোথায় রাষ্ট্রসংঘ ছেড়ে?
সন্ত্রাস আজ বিশ্বব্যাপী, সন্ত্রাসীরা কারা?
সত্যিকারের সন্ত্রাসটা হচ্ছে কাদের দ্বারা?
খল নায়কের সন্ধানে আজ মনটি পাগলপারা,
সত্যিকারের সন্ত্রাসটি তাঁরই যে ইশারা।
একুশ তুমি বিপ্লবী হও, নুতন বিশ্ব গড়ো,
ভিলেন নিধন কর্মেতে আজ কর্মী করো জড়ো,
মানবতার খলগুরু যে, তাঁর বিরুদ্ধে লড়ো,
চিনতে হলে সব ইতিহাস নুতন করে পড়ো।
আমার চোখে তুমিই হবে বিশ্বাসীদের দিন,
তুমিই পাবে ফিলিস্তীনের ফ্ল্যাগটাকে উড়ীন,
দেখতে পাবে পৃথক পৃথক দেশগুলোকে এক,
বিশ্বজুড়ে থাকবে কেবল একটি মাত্র ফ্ল্যাগ।
এক পতাকায় গাইব সবাই এক জাতিরই গান,
এক নেতাতেই ঘটবে তখন বিশ্ব অভু্ত্থান;
এখন থেকেই একুশ তোমার সুদৃঢ় হোক মান,
বুঝুক সবাই অটল কতো তোমার চলার প্রাণ।
কলম এবার তুলছি একুশ, বললাম অনেক কথা,
সৃষ্টিকর্তা দিন তোমাকে পর সার্থকতা,
তোমার খাতার সকল পাতার বরকতী হোক কায়া,
কাল হতে কাল যাক ছড়িয়ে কালজয়ী তার মায়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।