আমাদের কথা খুঁজে নিন

   

জায়া মৃণালিনী দেবীর স্মরণে রবীন্দ্রনাথ লিখেছে।

শুধু তোমায় ভেবে ভেবে, কত দিন রাত গেছে বয়ে! তুমি এসেই চলে গেছো, শুধু ভোরের স্বপ্ন হয়ে.

১৯০২, ২৩ নভেম্বর কবি জায়া মৃণালিনী দেবী ২৯ বছর বয়সে স্বামী পুত্র কন্যা রেখে অকাল মৃত্যুবরণ করলেন। জায়া মৃণালিনী দেবীর স্মরণে রবীন্দ্রনাথ লিখেছেন আজিকে তুমি ঘুমাও , আমি জাগিয়া রব দুয়ারে — রাখিব জ্বালি আলো । তুমি তো ভালো বেসেছ , আজি একাকী শুধু আমারে বাসিতে হবে ভালো । আমার লাগি তোমারে আর হবে না কভু সাজিতে , তোমার লাগি আমি এখন হতে হৃদয়খানি সাজায়ে ফুলরাজিতে রাখিব দিনযামী । তোমার বাহু কত - না দিন শ্রান্তি - দুখ ভুলিয়া গিয়েছে সেবা করি , আজিকে তারে সকল তার কর্ম হতে তুলিয়া রাখিব শিরে ধরি । এবার তুমি তোমার পূজা সাঙ্গ করি চলিলে সঁপিয়া মনপ্রাণ , এখন হতে আমার পূজা লহো গো আঁখিসলিলে — আমার স্তবগান ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।