সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
সৃষ্টির সেরা জীব মানুষ। সৃষ্টিকর্তা মহান আল্লাহতা’লা হযরত আদম (আঃ) কে পরম যত্নে সৃষ্টি করেণ। হযরত আদম (আঃ) সঙ্গ দেবার জন্য তাঁর পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন বিবি হাওয়াকে। সেই থেকে নারী পুরুষ একে অপরের পরিপূরক। হযতর আদম (আঃ) ও বিবি হাওয়ার বংশধর হিসেবে বংশ পরিক্রমায় পৃথিবেতে আমাদের আগমন।
সৃষ্টির আদি থেকে নারী পুরুষের মধ্যে রয়েছে এক মধুর সম্পর্ক। এই সম্পর্ক বিভিন্ন সময়ে এক এক রূপে আমাদের সামনে আসে। প্রথমে মমতাময়ী মা রূপে, পরে ভালোবাসার ডালি নিয়ে প্রিয়তমা স্ত্রী রূপে তার পর আদর স্নেহের প্রিয় কন্যা বা বোন রূপে।
যদিও বর্তামানে সামাজিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধ যথাযথভাবে ধারণ না করার কারণে সেই চিরচেনা নারী রূপ আজ বিস্মৃত হতে বসেছে। কিছু সংখ্যক নীতি বিবর্জিত নারীর কারণে যার দায় ভার বহন করতে হচ্ছে সমগ্র নারী সমাজকে।
তার পরও মাঝে মাঝে কিছু দৃষ্টান্ত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় চিরচেনা সেই মমতাময়ী, স্নেহের ও ভালবাসার সঙ্গী নারীকে।
গত সোমবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলাকালীন সময়ে নগরীর কয়েকটি স্থানে বিএনপির কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এসব ঘটনায় পুলিশ ২৪জনকে আটক করে।
এর মধ্যে কাজী মাসুম নামে এক যুবককে আটক করে পুলি শ। স্বামী কাজী মাসুমকে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সংবাদ শুনে স্ত্রী শামীম আরা সাথী পুলিশের গাড়ির পিছনে ছুটছেন।
(১)
স্বামী কাজী মাসুমকে পুলিশের গাড়ী থেকে ছেড়ে দেবার আরজি জানাতে একসময় গাড়িতে ঝুলে পড়ে শামীম আরা সাথী (২)
তার আরজি ও ভালোবাসা কাছে হার মানে পুলিশ। তাদের কঠিন মন গলাতে সক্ষম হলে পুলিশ কাজী মাসুমকে মুক্তি দিতে বাধ্য হন, নেমে আসছেন মাসুম (৩)
স্বামী কাজী মাসুমকে মুক্ত করিয়ে তাকে কাছে পেয়ে আবেগপ্রবণ স্ত্রী শামীম আরা সাথীর অনন্দাশ্রু আমাদের চোঁখকেও আদ্র করে তোলো। (৪)
কে বলে নারী পাষাণী, কে বলে তাকে পরকীয়া মত্ত সর্পিনী ? নারী মমতাময়ী, স্নেহমীয় ভালবাসার আধার এ বিশ্বাস আমরা হারাতে চাইনা। শামীম আরা সাথী তার উজ্জল প্রমাণ। ধন্য সাথী ধন্য তোমার ভালবাসা, শ্রদ্ধা জানাই তোমাকে।
ধন্যবাদ কাজী মাসুম এমন স্ত্রী ভাগ্যের জন্য। ভালো থাকো তোমরা। শুভাশিষ তোমাদেও জন্য, দীর্ঘজীবী হও, অটুট থাকুক তোমাদের ভালবাসা
ছবিঃ প্রথম আলোর সৌজন্যে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।