rtnn চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর (আরটিএনএন ডটনেট)-- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউসন ও তদন্ত দল চট্টগ্রামে সফলভাবে তদন্ত কাজ শেষ করতে পেরেছে উল্লেখ করে ট্রাইব্যুনালের প্রধান আইনজীবী গোলাম আরিফ টিপু বলেছেন, প্রয়োজনে আবার ওই এলাকা পরিদর্শন করা হবে।
শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গত দুদিনে রাউজানসহ নগরীর যেসব এলাকায় ’৭১ সালে মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছিল সেসব স্থান পরিদর্শন এবং সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে জানিয়ে গোলাম আরিফ বলেন, তদন্ত কাজের স্বার্থে এখনই সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া গেছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের তদন্ত হয়েছে।
ট্রাইব্যুনালের প্রধান আইজীবী আরো বলেন, ‘যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে চট্টগ্রামে এসেছিলাম এবং যেভাবে কাজ করার সুযোগ পেয়েছি তাতে আমরা সম্পূর্ণভাবে তুষ্ট।’
তদন্ত চলাকালে যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার আমাদের ওপর দেয়া দায়িত্ব যথার্থভাবে পালন করতে পেরেছি। এই আনন্দ নিয়েই আমরা ঢাকা ফিরে যাচ্ছ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।