শূন্য
শেখ হাসিনাকেঃ দিন বদলের সনদের বাস্তবায়নে যখন বদলে যাচ্ছে বাংলাদেশ, তখন চোঁখের সামনে বদলে যাচ্ছে শিক্ষাঙ্গন সহ চারপাশের পরিবেশ। ফ্যাশন নাকি ঘুরে ফিরে আসে। তাই যখন যে ফ্যাশনই আসুক না কেন, শুনি তা নাকি বাপ-দাদাদের সময়ও ছিল। ক্যাম্পাসে হল দখল, সন্ত্রাসীদের ঘরে ফেরা এসবও কি তারই অনুরূপ। আবার বেড়েছে খুন, বাড়ছে সন্ত্রাস যুক্ত ক্যাম্পাস..... ফ্যাশনটা ১৯৯৬-২০০০ এর।
তো আমরা এই একটা ক্ষেত্রে পুরানোতে ফিরে যেতে চাই না। ২০০১-২০০৭ ছিল দূর্নীতির সময়। তাই দিন বদলের পালায় দূর্নীতি বাদ, ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, শুধুই নিজেদের ঐতিহ্য। তাই ঘরের ছেলেরা ঘরে ফেরো, পূর্বপুরুষের সন্ত্রাসের ঐতিহ্যের হাল ধরো। ...... নির্বাচন কিন্তু আবার হবে।
তখন আর ত্রিশও মিলবেনা।
খালেদা জিয়াকেঃ এবার তবে আমাদের ঘরে ফিরতে দিন। আপনি তো হাত বাড়িয়ে রেখেছেন। কিন্তু মায়ের ঘরে ফিরি কেমনে? ঘরে যে, কংস মামা আছে! এখনো সময় আছে, জামাতকে বাদ দিন। ৯০তে মানুষ যদি আপনাকে বিশ্বাস করতে পারে, আগামীতেও করবে।
সমস্যা একটাই, বর্তমানে আপনার পাশে জামাত নামে কুলাঙ্গার। আজকে ফেলে দিন, কালকেই দেখবেন গণ জোয়ার। আপনার আদর্শে বিশ্বাস করলেও ভোট দিতে পারিনি শুধুমাত্র এই একটা কারণে। মনে রাখবেন, ১ লক্ষ না ভোটের বেশীর ভাগই আপনারই ছিল বলে আমার বিশ্বাস। অন্যকে ভোট দেয়নি, কারণ আপনার চেতনায় বিশ্বাস করে।
আর আপনাকে দেয়নি, কারণ রাজাকার আপনার মেরুদন্ড চেপে ধরেছে।
প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিদেরঃ আমরা আজ স্বপ্ন দেখছি খুব শিঘ্রী যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। তখন মামলায় অনেক অনেক অর্থ খরচ হবে। দেশবাসী দেশের খরচ চালাবে। কিন্তু রাজাকারদের? হ্যাঁ তাদের ব্যাংক, পরিবহণ,পত্রিকা, টিভি চ্যানেল ইত্যাদি।
বর্তমানে দেশের অনেক বড় বড় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তাদের নাটক, গান, সিনেমা সহ নানা অনুষ্ঠান স্পন্সর সহ রাজাকারদের অর্থায়নে চলা একটি টিভি চ্যানেলে প্রচার করছেন, বিজ্ঞাপন দিচ্ছেন তাদের পত্রিকায়। লজ্জা পাই, খুব লজ্জা পাই। দোহাই আপনাদের অবস্থান পরিস্কার করুন। যারা অভিনয় করেন তারা ভেটো দিন, যারা গান করেন তারা ভেটো দিন। নাকি টাকার কাছে দেশ বিক্রি হয়! তবে শেষ কথাটা বেশী প্রযোজ্য একটা জনপ্রিয় চ্যানেলের সংবাদের ক্ষেত্রে।
খুব কষ্ট পেলাম, যখন দেখলাম চ্যানেলটি তাদের নিউজের নাম বিক্রি করেছে ইসলামী ব্যাংকের নামে। ধিক্ আপনাদের লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনায়। আপনাদের চ্যানেলে তাদের নামের প্রচার মানে, তাদের জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়তা করা। এই জনপ্রিয়তা পুঁজি করে তারা তাদের ব্যাংকে একাউন্ট বাড়াবে। আর আপনাদেরই সহযোগীতায় তারা আমারই ভাইয়ের-বোনের রক্তে হোলি খেলবে।
গোলাম আযমের মত মামলায় জয়ী হয়ে পতাকাকে ধর্ষণ করবে, দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। দোহাই দোহাই রাজাকারদের ব্যাংক, বীমা, পরিবহণ, পত্রিকা, টিভি চ্যানেল সহ সব কিছুকে না বলুন। প্রজন্মকে শত্র“ চিনতে দিন। ##
তির্থক আহসান রুবেল
০১৮১৪১২৫৩৩৫
ঃরৎঃযড়শথফঁবঃ@ুধযড়ড়.পড়স
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।