সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,
সম্মানিত ভাই সকল,
সন্ধ্যার পর থেইকা একের পর এক পোস্ট আইতাছে সামুতে, কোথাকার কোন ব্যাক্তি যেন আল-শামস বাহিনীর কমান্ডার ছিলো। কিন্তু উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইছে আর এই জন্যই এতো ফালাফালী। কিন্তু একটা সহজ বিষয় ব্লগার রা কেন বুঝতে চায়না?
"মুক্তিযোদ্ধা মানে আউয়ামিলীগ, আর যারা আউয়ামিলীগের রাজনীতির সাথে জড়িত নয় তারা সবাই রাজাকার। "
দ্যাট মিনস অল অপজিশন পার্টি ইনক্লুডিং ম্যাঙ্গো পিপলস।
আমি শিওর জামাত যদি আউয়ামীজোটে যোগদান করে তাহলে .....( যেমনি ভাবে স্বৈরাচারী এরশাদ হয়ে যান জেনারেল এরশাদ সাহেব)
আসলে সহজ কথা টা ঘুরাইয়া বললাম আর কি। ৮০র দশক থেকে ৯০ দশক সব ঘাটাঘাটি করলে সব বাইর হইয়া যাইবো আউয়ামিলীগের ভন্ডামী। যা ঘটছে স্বাভাবিক ব্যাপার। আরো অনেক কিছু টাস্কি খাওয়ার মতন দেখার বাকি আছে। যাই হোক এই সব বিষয় নিয়া আর হাউ কাউ না কইরা নিজ নিজ কাজে মনোনিবেশ করুন।
ইতি আপনাদের
পরিচিত বিরক্তিকর ছাগু ওরফে গেলমান
মেঘলা আকাশ ও বিষন্ন মন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।