আমাদের কথা খুঁজে নিন

   

নতুন GoDaddy Girl + সাবধান: GoDaddy-তে হোষ্টেড ওয়ার্ডপ্রেস ব্লগে ম্যালওয়্যার আক্রমন !!!



গত শুক্রবার থেকে শুরু হয় GoDaddy-তে হোষ্টেড ওয়ার্ডপ্রেস ব্লগে ম্যালওয়্যার আক্রমন । প্রায় ১৫০+ ব্লগে আক্রমনের নিশ্চিত খবর পাওয়া গেছে । GoDaddy কর্তৃপক্ষ এই বিষয় নিশ্চিত করেছে । সে ঘোষনাটি নিচে তুলে দেয়া হল । An exploit affected PHP files on approximately 150 Go Daddy accounts Friday afternoon. Go Daddy’s Security Team worked quickly to clean and restore these websites, however, we have detected additional customer sites that may currently be experiencing difficulties due to this same attack. Go Daddy’s Security Team has identified the cause. Our forensics have determined malicious files are being uploaded via FTP to customer websites. Go Daddy is asking all customers who believe they have a problem to change their FTP passwords. Meantime, our team is working swiftly to restore all affected websites and appreciates customer feedback. Go Daddy will continue to monitor as long as it takes to ensure our customer accounts are clean. If you suspect your site was impacted, please fill out our security submission form, located here – http://www.godaddy.com/securityissue. Thank you, Todd Redfoot Go Daddy Chief Information Security Officer সুসংবাদ হল GoDaddy প্রায় সব ম্যালওয়্যারই পরিস্কার করে ফেলেছে ।

সাইটের থিমে ছোট একলাইন কোড ঢুকিয়ে দিয়ে কাজটি করা হয় । ম্যালওয়্যারটি এক সাইটের ভিজিটরদের ভাইরাস সংক্রমিত অন্যসাইটে নিয়ে যাচ্ছিল । এইগুলোতে ফ্রি .co.cc ডোমেইন ব্যবহৃত হয় । GoDaddy পৃথিবীর অন্যতম বৃহৎ ডোমেইন ও হোস্টিং প্রতিষ্ঠান । GoDaddy তেই এমন হলে তা অন্য ইউজারদের জন্য ও নিশ্চয়ই ভয়ের খবর ।

আপনার নিরাপত্তা সংক্রানত সমস্যা থাকলে সাইটের থিমটি wp antivirus প্লাগইন দিয়ে চেক করে নিন । তাছাড়া Jillian Michaels নির্বাচিত হয়েছেন নতুন GoDaddy Girl. আরো জানতে পারবেন wp-adm.in-এ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.