আমাদের কথা খুঁজে নিন

   

শক্তিশালী ভারতকে ৪ টা গোল দিল । ইরানি মেয়েরা।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
পুরো এক হালি মহিলা ফুটবলে ভারতকে যতটা শক্তিশালী দল মনে হয়ে ছিল গতকালের খেলা দেখে দর্শকরা সে পারফরম্যান্স দেখতে পারেনি। তুলনামুলক ভাবে অনেক বেশি ভালো খেলে ইরান এএফসি অনুর্ধ্ব-১৯ মহিলা ফুটবলের প্রথম ম্যাচে সুন্দর সূচণা করেছে। মহিলা ফুটবলে ভারত অনেক আগ থেকে চর্চা করছে। সেই তুলনায় ইরান পিছিয়ে থাকলেও গতকাল ভারতের বিরুদ্ধে ইরানের মহিলা ফুটবলারদের খেলা দর্শকরা উপভোগ করেছেন। খেলায় পরিচ্ছন্নতার ছাপ ছিল।

ফেয়ার প্লে বলতে যা বুঝায় তা মেলে ধরেছে ইরানী মহিলারা। কমলাপুর স্টেডিয়ামে প্রায় কয়েশ শত ফুটবল দর্শক এসেছিলেন খেলা দেখতে। দর্শকরা ইরানের খেলা দেখে একটানা সমর্থন করেছেন। বিশেষ করে আক্রমন ভাগে জাহারা গানবারি, নারাগহি, অসাধান পারফরম্যান্স মেলে ধরেছেন। মাথায় সাদা রংয়ের স্কার্ফ বাঁধে সেটাকে গলা জড়িয়ে রেখেছিল।

ফুল হাতা জার্সি এবং হাফ প্যান্টের পরিবর্তে হাঁটুর নিচ পর্যন্ত মোজার সাথে পেচানো টাউজার পরে ফুটবল খেলেছেন ইরানী মেয়েরা। বল হেড করতে গিয়ে ইরানী ডিফেন্ডার কামানগারের মাথার স্কার্ফ সরে গিয়ে ছিল, স্কার্ফ টেনে মাথার চুল ঢাকতে গিয়ে বলের পিছনে ছুটতে পারেননি তিনি। ৯০ মিনিট ফুটবল খেলেছেন ভারত ও ইরানী মেয়েরা কিন্তু সেখানে দেখা গেছে পোষাকের প্রতি বেশি নজর রেখেও অসাধারন ভালো খেলেছেন ইরানের বিশ্ব ফুটবলের তারকা আলী দায়ির অনুসারিরা। ইরান তিনবার বিশ্বকাপ ফুটবল খেলেছে। কিন্তু ইরানের মেয়েরা খুব বেশি সময় হয়নি ফুটবল চর্চা শুরু করেছে।

ভারত অনেক আগেই মহিলা ফুটবলে পা রেখেছে। আর ইরান মাত্র শুরু করেছে। কয়েক বছর আগে শুরু করেও ভারতের বিরুদ্ধে ভালো খেলার ছাপ রেখেছেন লম্বা ভ্রমন করে আসা ক্লান্ত ইরানী ফুটবলাররা। আর এসব কারনেই খেলা শেষে মাঠ প্রদক্ষিণ করার সময় মুগ্ধ দর্শকরা দাড়িয়ে সম্মান দেখিয়েছেন। Click This Link
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.