ইমানের পরীক্ষা হয় সংকট কালে। ইমানের পরীক্ষা দিতে প্রস্তুত থাকুন।
এমপিরা কি কামান নিয়ে সংসদে যান? আজকের পত্রিকাগুলো পড়ে আমার কাছে মনে হল তারা কামান নিয়ে সংসদে যান। সবগুলো পত্রিকাতেই খবরটি আছে। তবে শিরোনাম প্রায় একই।
যেন মগের মুল্লুক।
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে সংসদে এমপিদের তোপের মুখে মন্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে গতকাল সোমবার নিজ দলের সংসদ সদস্যদের তোপের মুখে পড়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন। সংসদ সদস্যদের কাছ থেকে তালিকা নেয়ার পরও সে তালিকা অনুযায়ী শিক্ষক নিয়োগ না দেয়ায় সোমবার সংসদ অধিবেশন কক্ষে মন্ত্রীকে অনেক রূঢ় কথা শুনতে হয়। এ সময় মাগরিবের নামাজের জন্য সংসদ অধিবেশনে বিরতি চলছিল।
ষষ্ঠ অধিবেশনের প্রথম কার্যদিবসে মাগরিবের বিরতি দিয়ে স্পিকার আসন ছেড়ে চলে যাওয়ার পর পরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে নিজ দলের ৮থেকে ১০ জন মহিলা এমপিসহ প্রায় ২৫ জন সংসদ সদস্য ঘিরে ধরেন।
তাদের তালিকা অনুযায়ী কেন প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হলো না, কেন এমপিদের কাছ থেকে এই নিয়োগের জন্য তালিকা চাওয়া হয়েছিল? কেন সমাজে এবং এলাকায় এমপিদের হেয়প্রতিপন্ন করা হলো- এসবের কৈফিয়ত চান তারা। মন্ত্রী এ সময় নীরব থাকেন। এতে এমপিরা আরো উত্তেজিত হয়ে ওঠেন। ক্ষুব্ধ এমপিরা মন্ত্রীকে নানা রূঢ় কথা শোনাতে থাকেন। পরে জাতীয় সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটন মন্ত্রী আফসারুল আমিনকে উদ্ধার করে অধিবেশন কক্ষের বাইরে নিয়ে যান।
মাগরিবের পর অধিবেশন আবার শুরু হলে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ফ্লোর নিয়ে বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নানা কথা চলছে। সুনামগঞ্জের ক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। সুনামগঞ্জের ২ হাজার ৫১ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে যার মধ্যে ৬১৩ জনই অন্য জেলার বাসিন্দা। এ নিয়ে শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, যোগ্য প্রার্থী না থাকায় বাইরের জেলার প্রার্থীদের নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি সংসদে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি দাবি করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।